Ajker Patrika

পিরোজপুরে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ১ আগস্ট 

পিরোজপুর প্রতিনিধি
Thumbnail image

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হচ্ছে ১ আগস্ট। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে ওই দিনই হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রথম ক্লাস। তবে চারটি বিভাগ দিয়ে প্রথম পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অর্থ বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে চারটি বিভাগ খোলার মাধ্যমে চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।’ 

ড. কাজী সাইফুদ্দিন আশা প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়টিকে একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রথম থেকেই তিনি কাজ করে যাচ্ছেন। তবে এটি একটি দীর্ঘ মেয়াদি ও জটিল প্রক্রিয়া। তাই এই প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য সাংবাদিকসহ পিরোজপুর বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।’ 

বিভাগগুলো হলো–ফ্যাকাল্টি অব সায়েন্স (ক) ডিপার্টমেন্ট অব ম্যাথামেটিক্স (খ) ডিপার্টমেন্ট অব ফিজিওলজি (গ) ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকস এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ঘ) ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। 

সূত্রে জানা গেছে, শহরের পিরোজপুর-ঢাকা বাইপাস সড়কের পাশে ভাড়ায় একটি তিনতলা প্রশাসনিক ভবন কাম রেস্ট হাউস এবং রাস্তার অপর পাশে আরেকটি বড় তিনতলা ভবন ভাড়া নিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা হচ্ছে। ইতিমধ্যে ফার্নিচার, ল্যাব-যন্ত্রপাতি, কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা হয়েছে। 

যে চারটি বিভাগ দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে ওসব বিষয়ে ইতিমধ্যেই শিক্ষার্থী ভর্তি শেষের পথে। প্রতি ডিপার্টমেন্টে ৪০ জন করে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্লাস শুরু করা হবে। এ ছাড়া চারটি বিভাগে মোট ১৬ জন শিক্ষকসহ ২২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সম্পন্ন হয়েছে। 

এর আগে ২০২১ সালের ১১ জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদন লাভের পর ২০২২ সালের ২৯ মার্চ জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর’ যাত্রা শুরু করে। যা ২০২২ সালের ১৩ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভের পর গেজেট প্রকাশ করা হয়। 

এরপরই শুরু হয় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। সরকার পিরোজপুর সদর উপজেলার পৌরসভার ব্রাহ্মণকাঠি ও কদমতলা ইউনিয়নের পিরোজপুর-ঢাকা সড়কের পাশে ৭৫ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেয়।

২০২২ সালের ১৮ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিনকে নিয়োগ দেন। উপাচার্য যোগদানের পর ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ প্রাথমিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২০২২-২৩ অর্থ বছরে দুই কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করে।

পরের বছর ২০২৩-২৪ অর্থ বছরের জন্য তিন কোটি ৯৬ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থ বছরের জন্য আট কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেয়। এ ছাড়া ৭৫ একর ভূমির ফিজিবিলিটি স্টাডি করার জন্য অর্থ মন্ত্রণালয় চার কোটি ৮৬ লাখ ৬৬ হাজার টাকার অনুমোদন ছাড় দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত