Ajker Patrika

পিরোজপুরে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ 

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শেষ মুহূর্তে এ হামলার ঘটনা ঘটে। 

জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, জেলা ছাত্রদলের সদস্য মকোদ্দেস ও মো. মুন্না সেখ গুরুতর আহত হয়েছেন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় বিএনপির কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

এর আগে জেলা বিএনপির আয়োজনে শহরের পোস্ট অফিস সড়কে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন প্রমুখ। 

বক্তারা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেন এবং ভোলায় ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত