Ajker Patrika

সরকারি অফিসে ছাদবাগানে হরেক রকম সবজি

আরিফ রহমান, ঝালকাঠি
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯: ০৫
ছাদবাগানের পরিচর্যায় ব্যস্ত সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ। ছবি: আজকের পত্রিকা
ছাদবাগানের পরিচর্যায় ব্যস্ত সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি সদর উপজেলার সরকারি অফিস ভবনের একটি অব্যবহৃত ছাদ এখন রূপ নিয়েছে একখণ্ড সবুজ কৃষিজমিতে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা এই ছাদবাগানে ফল-সবজির মেলবন্ধনে ছাদটি হয়ে উঠেছে এক ব্যতিক্রমী কৃষিক্ষেত্র।

শুক্রবার (১১ জুলাই) সকালে সরেজমিন সদর উপজেলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রের ছাদে গিয়ে দেখা যায়, সেখানে টব, ড্রাম ও বোতলে সাজানো হয়েছে আম, মাল্টা, লেবু, পেঁপে, সফেদাসহ নানা জাতের ফলের গাছ। পাশাপাশি রয়েছে ঢ্যাঁড়স, শসা, করলা, চিচিঙ্গা, চালকুমড়ার মতো দেশীয় সবজির সারি। প্রতিটি গাছে টসটসে ফল ঝুলছে—পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে গড়ে তোলা ছাদ যেন এক মিনি কৃষিভূমি।

কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ‘এই ছাদটি বহুদিন ধরে পরিত্যক্ত ছিল। ভাবলাম, এখানে যদি কৃষিকাজ করি, তাহলে জায়গার সদ্ব্যবহার হবে, আবার মানুষও উৎসাহিত হবে। আমি নিজেই টব, ড্রাম, বোতল সংগ্রহ করে গাছ লাগানো শুরু করি। এখন পুরো ছাদটাই যেন একখণ্ড খামার।’

তিনি জানান, এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি। গাছের পরিচর্যায় ব্যবহার করা হয় প্রাকৃতিক জৈব সার ও ভার্মিকম্পোস্ট। ফলে ফসলগুলো সম্পূর্ণ বিষমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর।

এই ব্যতিক্রমী ছাদবাগান দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ পরামর্শ নিচ্ছেন, আবার কেউ নিজ বাড়ির ছাদে সবুজ প্রকল্প শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন।

আলী আহম্মেদ বলেন, ‘আমি চাই, শহরের প্রতিটি বাড়ির ছাদ সবুজে ঢাকা থাকুক। এতে নিজের চাহিদা মেটানো যাবে, পরিবেশও রক্ষা পাবে।’

ছাদবাগান থেকে সবজি তুলছেন কৃষি কর্মকর্তা ও দপ্তরের অন্য কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
ছাদবাগান থেকে সবজি তুলছেন কৃষি কর্মকর্তা ও দপ্তরের অন্য কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

বিশেষজ্ঞরা বলছেন, শহরাঞ্চলে জনসংখ্যা বেড়ে চলেছে, ফাঁকা জায়গা কমে যাচ্ছে। এমন বাস্তবতায় ছাদবাগান হতে পারে শহুরে কৃষির টেকসই ও কার্যকর এক পথ। এটি খাদ্য নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বায়ুদূষণ হ্রাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে।

সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ উৎসাহিত করা গেলে নগরজুড়ে এক নতুন সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, অফিসের গণ্ডি পেরিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব—যদি সদিচ্ছা থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত