Ajker Patrika

পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল জাহাজ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৮: ২৭
Thumbnail image

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে এসেছে দ্বিতীয় জাহাজ। পানামার পতাকাবাহী এমভি পাভো ব্রেভ ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে গতকাল শনিবার মধ্যরাতে পায়রা বন্দরে ভিড়ে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের ইনার চ্যানেলে ভিড়লে লাইটারেজ পদ্ধতিতে কয়লা খালাস শুরু হয়।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে আসা জাহাজ এমভি পাভো ব্রেভ২০ দিন উৎপাদন বন্ধ থাকার পর তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ এটি। এর আগে গত ২২ জুন এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে আসে।

জার্জিস তালুকদার আরও বলেন, ‘সকাল ১০টার পর থেকে ছোট জাহাজে কয়লা খালাস শুরু হয়েছে। এখান থেকে ৫ হাজার টন কয়লা খালাস করা হলে রাতেই তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভ্যাসেলটি নোঙর করবে।’

পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে আসা জাহাজ এমভি পাভো ব্রেভগত ৫ জুন থেকে কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। এরপর কয়লা এলে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে যায়। দুই জাহাজ মিলে এলে মোট ৭৭ হাজার ৭৭৭ টন কয়লা এসেছে। আগামী ৫ জুলাই তৃতীয় জাহাজ আসার কথা রয়েছে।

পূর্ণ ক্ষমতায় চললে এই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়।

বিসিপিসিএলের নির্বাহী প্রকৌশলী জার্জিস বলেন, এর মধ্যে আসা দুটি জাহাজের কয়লা দিয়ে একটি ইউনিট আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত