আমতলী (বরগুনা) প্রতিনিধি
যাত্রীসংকটে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে বরগুনার আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। আজ শনিবার সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু খুলে দেয়াল পর যাত্রীসংকটে পড়েন লঞ্চমালিকেরা। এতে আমতলী-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিস চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীসংকট চরম আকার ধারণ করায় আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে।
গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেয়। এতে দক্ষিণাঞ্চল আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ছে। বাধ্য হয়েই তাঁরা সড়কপথে চলাচল শুরু করেন। এদিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ব্যবসায়ীদের ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা-নেওয়াও বন্ধ হয়ে যায়। ফলে সড়কপথে বেশি খরচ দিয়ে তাঁদের মালামাল আনতে হয়।
এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপরে এর প্রভাব পড়ছে। অপর দিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। এ ছাড়া লঞ্চঘাটে কর্মরত অর্ধশতাধিক মানুষ কর্মহীন হয়ে পরে। দীর্ঘ ৯ মাস পরে গতকাল বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে।
আজ সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের নদীপথে যাতায়াত করা মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
আজ লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীরা লঞ্চ থেকে হাসিখুশি মনে ঘাটে আনছেন। শ্রমিকেরা লঞ্চ থেকে মালামাল নামাচ্ছেন।
লঞ্চযাত্রী আবুল, শাওন ও রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর লঞ্চে ঢাকা থেকে আমতলীতে আসছি। অনেক ভালো লেগেছে। যেন লঞ্চ সার্ভিস আবার বন্ধ হয়ে না যায়।’
আমতলী মাতৃছোয়া বস্ত্রালয়ের মালিক জি এম মুছা বলেন, ‘লঞ্চ সার্ভিস চালু হওয়ায় খুবই ভালো হয়েছে। অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা সহজ হবে।’
আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি আজ সকালে ঘাটে নোঙর করেছে।’
এমভি ইয়াদ-৭ লঞ্চমালিক মামুন-অর রশিদ বলেন, ‘যাত্রীদের দাবির মুখে গতকাল বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করেন।’
যাত্রীসংকটে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে বরগুনার আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। আজ শনিবার সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু খুলে দেয়াল পর যাত্রীসংকটে পড়েন লঞ্চমালিকেরা। এতে আমতলী-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিস চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীসংকট চরম আকার ধারণ করায় আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে।
গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেয়। এতে দক্ষিণাঞ্চল আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ছে। বাধ্য হয়েই তাঁরা সড়কপথে চলাচল শুরু করেন। এদিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ব্যবসায়ীদের ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা-নেওয়াও বন্ধ হয়ে যায়। ফলে সড়কপথে বেশি খরচ দিয়ে তাঁদের মালামাল আনতে হয়।
এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপরে এর প্রভাব পড়ছে। অপর দিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। এ ছাড়া লঞ্চঘাটে কর্মরত অর্ধশতাধিক মানুষ কর্মহীন হয়ে পরে। দীর্ঘ ৯ মাস পরে গতকাল বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে।
আজ সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের নদীপথে যাতায়াত করা মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে।
আজ লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীরা লঞ্চ থেকে হাসিখুশি মনে ঘাটে আনছেন। শ্রমিকেরা লঞ্চ থেকে মালামাল নামাচ্ছেন।
লঞ্চযাত্রী আবুল, শাওন ও রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর লঞ্চে ঢাকা থেকে আমতলীতে আসছি। অনেক ভালো লেগেছে। যেন লঞ্চ সার্ভিস আবার বন্ধ হয়ে না যায়।’
আমতলী মাতৃছোয়া বস্ত্রালয়ের মালিক জি এম মুছা বলেন, ‘লঞ্চ সার্ভিস চালু হওয়ায় খুবই ভালো হয়েছে। অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা সহজ হবে।’
আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি আজ সকালে ঘাটে নোঙর করেছে।’
এমভি ইয়াদ-৭ লঞ্চমালিক মামুন-অর রশিদ বলেন, ‘যাত্রীদের দাবির মুখে গতকাল বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করেন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
২৪ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
৩৪ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৪১ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
১ ঘণ্টা আগে