Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা থেকে ফেরার পথে হামলার শিকার যুবকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২৩: ০৯
স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা থেকে ফেরার পথে হামলার শিকার যুবকের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের কর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত লালন ফকির মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান নিহত লালনের বাবা হান্নান ফকির। এ ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর শহরে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। 

লালন ফকির (২৮) সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডুমুরিতালা এলাকার হান্নান ফকিরের ছেলে। 

লালনের বাবা হান্নান ফকির বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের কর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে গত শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমরা ফেরিঘাটে একই এলাকার বাবু শেখের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লালনকে ধাওয়া করে। এরপর সেখান থেকে দৌড়ে পালানোর সময় হামলাকারীরা লালনকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে।’ 

এরপর তাঁকে মৃত ভেবে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে গতকাল রোববার ঢাকায় নেওয়া হয়। ধারালো অস্ত্রের আঘাতে লালনের দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে ৩০টির বেশি কোপের আঘাত রয়েছে। চিকিৎসারত অবস্থায় ঢাকায় মৃত্যু হয় লালনের। 

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার শিকার লালন পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের এক কর্মিসভায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বাবু শেখ লোকজন নিয়ে লালনের ওপর হামলা করেছে। শনিবার রাজনৈতিক সহিংসতার জের ধরে লালনকে কুপিয়ে জখম করা হলে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যান। তাঁর শরীরে ৩০টির বেশি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।’ 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হিসেবে মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত