Ajker Patrika

বরিশালে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০৯
বরিশালে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই এ তথ্য জানিয়েছেন।

মনদীপ ঘরাই জানান, সকালে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন সদ্য সাবেক জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি রাষ্ট্রের এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত