Ajker Patrika

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  
ওয়াসিম হাওলাদার। ছবি: সংগৃহীত
ওয়াসিম হাওলাদার। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে নলছিটি পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর (কলেজ রোড) এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝালকাঠি সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, চলতি বছরের ১৫ আগস্ট ঝালকাঠি পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান তাপুর করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আইনগত প্রক্রিয়ার শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত