Ajker Patrika

ঝড়ে ঘর ভেঙে মুলাদীতে ২০ পরিবার খোলা আকাশের নিচে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
ঝড়ে ঘর ভেঙে মুলাদীতে ২০ পরিবার খোলা আকাশের নিচে

বরিশালের মুলাদীতে ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝড়ে ঘর ভেঙে যাওয়ায় প্রায় ২০টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। 

গতকাল সোমবার রাতে ঝড়ে উপজেলার সফিপুর, গাছুয়া ও চরকালেখান ইউনিয়নে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়ে যায়। 

স্থানীয়রা জানান, ঝড়ে চরকালেখান ইউনিয়নের হাবিবুর রহমান শেখের ঘরসহ প্রায় ২০ থেকে ২৫টি ঘর ভেঙে যায়। অনেকের রান্নাঘর ও গরু ঘরও ভেঙে গেছে। একই সময় গাছুয়া ইউনিয়নের গলইভাঙা গ্রামের রাজ্জাক সরদার ও তাঁর ছেলে নাজমুল সরদারের ঘর ভেঙে যায়। ওই সময় নাজমুল সরদারের স্ত্রী সোনিয়া বেগম এবং ছেলে নাইম আহত হন। 

সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার জানান, ঝড়ে সফিপুর ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহারের তিনটি ঘরসহ প্রায় ১০টি ঘর ভেঙে গেছে। 

চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বলেন, ঝড়ে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের সহায়তার জন্য তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হয়েছে।

গাছুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল আকন বলেন, ঝড়ে গলইভাঙা গ্রামের ১০ টির মতো বাড়ি ভেঙে গেছে। এসব পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে বর্ষায় পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হবে। 

এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে জেলায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত