Ajker Patrika

৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশি জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৩: ৩০
৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশি জাহাজ

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের (বিসিপিসিএল) জন্য কয়লা নিয়ে বন্দরে এসেছে ‘এমভি সাগরকান্তা’ নামের একটি মাদার ভ্যাসেল। গতকাল সোমবার বিকেলে জাহাজটি ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। 

গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। আজ মঙ্গলবার সকালে জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজিজুর রহমান জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজের দৈর্ঘ্য ১৯৯.৯৮ মিটার ও প্রস্থ ৩২.২৬ মিটার। বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর মোট পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার টন কয়লা এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত