Ajker Patrika

বরিশালে দুই যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
বরিশালে দুই যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল নগর ও বাকেরগঞ্জ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাকেরগঞ্জ উপজেলার কানকি খাল থেকে সুমন হাওলাদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাকেরগঞ্জের কানকি গ্রামের মুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে। 

অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে বাকেরগঞ্জের কানকি খালে অজু করতে গেলে মো. সুমন হাওলাদার নিখোঁজ হন। প্রথমে পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করে না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ১০টার পরে কানকি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে। 

এদিকে নগরের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। আজ বুধবার সকালে নগরীর রসূলপুর চর সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, রসূলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল মেডিকেলের মর্গে পাঠায়। এ সময় তাঁর শরীরে ট্রাউজার ও শীতের জামা কাপড় রয়েছে। তবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত