Ajker Patrika

নিজের কবর বাঁধলেন দুলাল ফকির

বরগুনা প্রতিনিধি
নিজের কবর বাঁধলেন দুলাল ফকির

বহু বছর আগে কাজ করতেন ইটভাটায়। তখন তাঁর বাবা মারা যান। বাবার কবর বাঁধাই করতে সেই ভাটায় তৈরি ইট পাঠিয়েছিলেন বাড়িতে। ভাইয়েরা সেই ইটে বাবার কবর না বাঁধিয়ে নির্মাণ করেন স্নানঘর, শৌচাগার। সেই আক্ষেপ রয়ে গেছে মনে। একই পরিণতি বরণ করতে চান না। তাই জীবিত অবস্থায় নিজের জন্য বাঁধানো কবর তৈরি করলেন ৭০ বছর বয়সী দুলাল ফকির।

দুলাল ফকির বরগুনা সদরের পোটকাখালী এলাকার বাসিন্দা। জেলার লাশকাটা ঘরে কাজ করেছেন ৪৮ বছর। সেই কাজ থেকে অবসর নিয়েছেন অনেক বছর আগে। ২ স্ত্রী, ৯ ছেলে ও ১ মেয়ে নিয়ে দুলালের সংসার। তিনি সন্তান ও দুই স্ত্রীর ভরণপোষণ করেন। থাকেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। এক মেয়ে ও চার ছেলে তাঁদের সঙ্গে থাকে। বড় স্ত্রী পাঁচ ছেলেকে নিয়ে থাকেন বরগুনা পৌরসভার চরকলোনি এলাকায়।

নিজের কবর নিজেই বাঁধানোর বিষয়ে জানতে চাইলে দুলাল বলেন, তাঁর বাবার কবর বাঁধানোর জন্য পাঠানো ইট দিয়ে ভাইয়েরা স্নানঘর ও শৌচাগার বানিয়েছিলেন। এ ঘটনায় তিনি মনে কষ্ট পেয়েছিলেন। নিজের মৃত্যুর পর এমন হতে পারে, এই আশঙ্কা থেকে সরকারি জমির সামান্য একটু জায়গায় কবরটি বানিয়েছেন। মৃত্যুর পর তাঁর মরদেহ সেই কবরে দাফন করার জন্য স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ জানিয়ে রেখেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা জামাল মিল্টন বলেন, দুলাল নামকরা ডোম ছিলেন। তিনি বেঁচে থাকতে নিজের কবর বানিয়েছেন।মৃত্যু যেখানেই হোক নিজের বানানো কবরেই তাঁকে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত