Ajker Patrika

পটুয়াখালীতে সাত দিনে ১০৫২ মামলায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায়

প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীতে সাত দিনে ১০৫২ মামলায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে চলছে কঠোর লকডাউন। সাত দিনের লকডাউনে পটুয়াখালী জেলায় ১ হাজার ৫২ জনকে মামলা দিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৮৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়। প্রত্যেকদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মানস চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। সংক্রান্ত রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ দণ্ডবিধির ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পটুয়াখালী জেলা প্রশাসন ৮টি উপজেলায় সাত দিনে মোট ১২৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫২ জনকে মামলা দিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৮৩০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া সাধারণ মানুষের মাঝে ৬ হাজার ৩৫টি মাস্ক বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত