Ajker Patrika

পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৬: ৫৭
পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. তাহসিন খলিফা (৯) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দিনমজুর শাহ আলী খলিফার ছেলে এবং সরমহল ছায়েদিয়া এমদাদুল তামিল ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন তার ফুপা সরোয়ার হোসেন টিপু। 

এ নিয়ে সরোয়ার হোসেন টিপু বলেন, ‘তাহসিন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে তার শরীরে পড়ে। এতে তার বুকের এক পাশ পুড়ে যায়। এরপর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা পল্লী বিদ্যুতের অফিসে একাধিকবার কল করি। কিন্তু কেউ কল রিসিভ করেনি।’ 

এ নিয়ে জানতে চাইলে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ্ বলেন, ‘আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি। যদি অফিস থেকে ফোন রিসিভ না করে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, ‘বিদ্যুতের তার পড়ে শিশুটির মারা গেছে। এ ঘটনায় আমরা মর্মাহত।’ 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তা ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত