ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে সিএনজিচালক-মালিক ও বাসমালিক সমিতির মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
এ সময় আটটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে বাসমালিক সমিতির লোকজনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সিএনজি অটোচালকদের অভিযোগ, আজ সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালের শ্রমিকেরা কয়েকটি অটোরিকশা আটকে ভাঙচুর ও চালককে মারধর করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিকশা ভাঙচুর ও হামলার প্রতিবাদে অটোচালকেরা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন।
এ সময় বাস মালিক সমিতির লোকজন হামলা চালিয়ে চারটি অটো ভাঙচুর করেন। এতে ছয়-সাতজন অটোচালক গুরুতর আহত হন। আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের দাবি, ‘এই রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো অবৈধ। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অবৈধ অটরিকশা আটকে রাখেন। এতে অটোরিকশাচালকেরা বাস চলাচল বন্ধ করতে সড়ক অবরোধ করেন। তারা তিন-চারজন বাসশ্রমিককে মারধরও করেন। পরে যাত্রীরাই তাঁদের সরিয়ে সড়ক মুক্ত করেন।’
এদিকে ঘটনার পর থেকে বাস মালিক সমিতি ও সিএনজি অটোচালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলার চরফ্যাশনে সিএনজিচালক-মালিক ও বাসমালিক সমিতির মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
এ সময় আটটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে বাসমালিক সমিতির লোকজনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সিএনজি অটোচালকদের অভিযোগ, আজ সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালের শ্রমিকেরা কয়েকটি অটোরিকশা আটকে ভাঙচুর ও চালককে মারধর করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিকশা ভাঙচুর ও হামলার প্রতিবাদে অটোচালকেরা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন।
এ সময় বাস মালিক সমিতির লোকজন হামলা চালিয়ে চারটি অটো ভাঙচুর করেন। এতে ছয়-সাতজন অটোচালক গুরুতর আহত হন। আহতদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের দাবি, ‘এই রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো অবৈধ। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অবৈধ অটরিকশা আটকে রাখেন। এতে অটোরিকশাচালকেরা বাস চলাচল বন্ধ করতে সড়ক অবরোধ করেন। তারা তিন-চারজন বাসশ্রমিককে মারধরও করেন। পরে যাত্রীরাই তাঁদের সরিয়ে সড়ক মুক্ত করেন।’
এদিকে ঘটনার পর থেকে বাস মালিক সমিতি ও সিএনজি অটোচালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১০ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে