Ajker Patrika

গলাচিপায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৪০ 

পটুয়াখালী প্রতিনিধি
গলাচিপায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৪০ 

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। দলীয় কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। বিএনপির দাবি, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ৪০ নেতা-কর্মী আহত হয়েছে। 

আহতদের মধ্যে রয়েছেন-উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মো. মোস্তাফিজুর রহমান মঈন, গোলখালী ইউনিয়ন শ্রমিক দল নেতা মো. গিয়াস উদ্দিন মোল্লা, বকুলবাড়িয়ার ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, ছাত্রদল নেতা রাকিব, জুবায়ের হোসেন, জলিল হাওলাদার, মো. শাহ আলম, মো. হায়দার আলী, রাশিদুল প্যাদা, রাশিদুল ইসলাম, মো. জাকির হোসেন প্যাদাসহ আরও অনেকেই। 

হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের দায়ী করেছে বিএনপির নেতৃবৃন্দ। এ নিয়ে গলাচিপাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। 

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান ও সদস্যসচিব আব্দুস ছত্তার হাওলাদার বলেন, ‘আমরা যাতে সমাবেশ সফল করতে না পারি তার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থায় নেয় এবং পূর্বপরিকল্পিতভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে ৩৫-৪০ জন নেতা-কর্মী আহত হয়।’ 

এ ব্যাপারে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো বলেন, ‘এটা উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটেছে। বিএনপির নিজেদের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষ হয়েছে এমনকি তাদের নিজেদের দলীয় কার্যালয়ও তারা ভাঙচুর করেছেন। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কেউ জড়িত নয়।’ 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. আর শওকত আনোয়ার ইসলাম জানান, বিএনপির প্রতিবাদ সমাবেশে করার জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি এবং বিএনপির ওপর হামলা ও আহত হওয়ার কোনো খবর তাদের জানা নেই। 

উল্লেখ্য, দেশব্যাপী অব্যাহত লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদলের নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপি উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় কালিকাপুর এলাকায় সমাবেশ আহ্বান করে বিএনপি। এ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ দলের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এ সভাকে ঘিরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে বিএনপির নেতা-কর্মীদের সভাস্থলের দিকে যেতে বাধা সৃষ্টি করা হয়। 

তবে বিকেলের দিকে জেলা নেতৃবৃন্দকে ছাড়াই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, আব্দুস ছত্তার হাওলাদার, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত