ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তিনি ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ রোববার সকাল ১০টার দিকে ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। তারা সড়কে বসে অবস্থান নিয়ে ‘ফ্যাসিস্ট চেয়ারম্যানের বিচার চাই’, ‘দুর্নীতিবাজ বাবুল মৃধার অপসারণ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ওই এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও পথচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক রিমন আকন, শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী ও সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার।
বক্তারা বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন ভোট ছাড়াই চেয়ারম্যান হয়েছেন। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, ত্রাণ আত্মসাৎসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কথা বললেই হয়রানিমূলক মামলা ও হুমকির শিকার হতে হয়। ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমেও নেই কোনো স্বচ্ছতা। তাঁরা সরকারের কাছে তাঁর অপসারণ ও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধা বলেন, ‘আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় কোনো দলীয় পদে ছিলাম না। পরে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করেন। যারা আন্দোলন করছে, তারা সব সময়ই উন্নয়নকাজে বাধা দিয়ে এসেছে। অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমি নিয়ম মেনে ইউনিয়ন পরিচালনা করছি এবং ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করছি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঝালকাঠির নলছিটি উপজেলার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তিনি ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
আজ রোববার সকাল ১০টার দিকে ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। তারা সড়কে বসে অবস্থান নিয়ে ‘ফ্যাসিস্ট চেয়ারম্যানের বিচার চাই’, ‘দুর্নীতিবাজ বাবুল মৃধার অপসারণ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ওই এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও পথচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক রিমন আকন, শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী ও সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার।
বক্তারা বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন ভোট ছাড়াই চেয়ারম্যান হয়েছেন। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, ত্রাণ আত্মসাৎসহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কথা বললেই হয়রানিমূলক মামলা ও হুমকির শিকার হতে হয়। ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমেও নেই কোনো স্বচ্ছতা। তাঁরা সরকারের কাছে তাঁর অপসারণ ও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধা বলেন, ‘আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় কোনো দলীয় পদে ছিলাম না। পরে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করেন। যারা আন্দোলন করছে, তারা সব সময়ই উন্নয়নকাজে বাধা দিয়ে এসেছে। অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমি নিয়ম মেনে ইউনিয়ন পরিচালনা করছি এবং ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করছি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ নগরীর হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মায়ের গর্ভে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে হাসপাতালের মালিক, ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এই অভিযান চালিয়েছে কোতোয়ালি
২২ মিনিট আগেকিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মৃত্যুতে তাঁর স্বজনদের প্রতি শোক জানাতে গিয়ে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
২৫ মিনিট আগেরাজশাহীর মোহনপুর উপজেলায় একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত
২৭ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু ২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭ দশমিক ৫৭৫১ একর জমি বিক্রি করেন। তফসিলভুক্ত ওই জমির মধ্যে ৬ দশমিক ৩৩৭৫ একর জমি সে বছরের ১ জুন রফিকুল ইসলামের এই দুই ছেলে বিভিন্ন দলিলে
৩৪ মিনিট আগে