বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে তামাতুটিলা মুজিব কিল্লা ভবন হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কার্যাদেশ অনুসারে ভবন বুঝিয়ে না দিলে বিল দেওয়া হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
তালতলী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় বরগুনার তালতলীতে ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এর আওতা একটি ভবন নির্মাণের জন্য সরকার ১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করেন। ভবন নির্মাণের কার্যাদেশ পায় পটুয়াখালীর সোনালী ট্রেডার্সের মালিক সঞ্জয় কুমার কর্মকার।
এদিকে শিডিউল অনুযায়ী ভবনটি ওই অর্থ-বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটির কাজ, ভবনের স্লোব, লিংটেন, ক্যাটল শেডে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়াও মুজিব কিল্লার চারদিকের সিসি বকও দেবে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, মুজিব কিল্লায় ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের মালামাল দিয়ে কাজ করানো হয়েছে। আমরা একাধিকবার তাদের বলতে গেলে তারা বলেন, ‘উন্নয়নকাজে বাঁধা দিতে আসিয়েন না।’
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘নিম্নমানের ইট, পাথর ও বালু ব্যবহার করা হয়েছে। আমরা বলতে গেলে ঠিকাদারের লোকজন ধমক দিয়েছে আমাদের।’
ওই বিষয়ে ভবন নির্মাণের ঠিকাদার সোনালী ট্রেডার্সের মালিক সঞ্জয় কুমার কর্মকার মুঠোফোনে বলেন, ভবনটি এখনো হস্তান্তর করা হয়নি। নির্মিত ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে, সেগুলো সংস্কার করার পরে ভবনটি হস্তান্তর করা হবে।
মুজিব কিল্লা প্রকল্পের প্রকৌশলী মো. শামছুদ্দোহা মোবাইল ফোনে বলেন, ‘ভবনের কয়েকটি স্থানে ফাটল আছে। ঠিকাদারকে একাধিকবার ঠিক করে দিতে বলেছি। কিন্তু তিনি ঠিক করে দিচ্ছেন না। ফাটল সংস্কার না করা পর্যন্ত আমরা ভবনটি বুঝে নেব না।’
ভবন নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, ‘আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। ভবন নির্মাণের সময় ছিলাম না।’
তিনি আরও বলেন, ‘মাটি ভালোভাবে সেটিং না হওয়ার কারণে ভবনে ফাটল ধরতে পারে। সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে ফাটলগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘ফাইনাল বিল ধরে রাখা হয়েছে। ভবনের ফাটল সংস্কার না করা পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল দেওয়া হবে না।’
বরগুনার তালতলীতে তামাতুটিলা মুজিব কিল্লা ভবন হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কার্যাদেশ অনুসারে ভবন বুঝিয়ে না দিলে বিল দেওয়া হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
তালতলী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় বরগুনার তালতলীতে ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এর আওতা একটি ভবন নির্মাণের জন্য সরকার ১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করেন। ভবন নির্মাণের কার্যাদেশ পায় পটুয়াখালীর সোনালী ট্রেডার্সের মালিক সঞ্জয় কুমার কর্মকার।
এদিকে শিডিউল অনুযায়ী ভবনটি ওই অর্থ-বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটির কাজ, ভবনের স্লোব, লিংটেন, ক্যাটল শেডে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়াও মুজিব কিল্লার চারদিকের সিসি বকও দেবে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, মুজিব কিল্লায় ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের মালামাল দিয়ে কাজ করানো হয়েছে। আমরা একাধিকবার তাদের বলতে গেলে তারা বলেন, ‘উন্নয়নকাজে বাঁধা দিতে আসিয়েন না।’
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘নিম্নমানের ইট, পাথর ও বালু ব্যবহার করা হয়েছে। আমরা বলতে গেলে ঠিকাদারের লোকজন ধমক দিয়েছে আমাদের।’
ওই বিষয়ে ভবন নির্মাণের ঠিকাদার সোনালী ট্রেডার্সের মালিক সঞ্জয় কুমার কর্মকার মুঠোফোনে বলেন, ভবনটি এখনো হস্তান্তর করা হয়নি। নির্মিত ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে, সেগুলো সংস্কার করার পরে ভবনটি হস্তান্তর করা হবে।
মুজিব কিল্লা প্রকল্পের প্রকৌশলী মো. শামছুদ্দোহা মোবাইল ফোনে বলেন, ‘ভবনের কয়েকটি স্থানে ফাটল আছে। ঠিকাদারকে একাধিকবার ঠিক করে দিতে বলেছি। কিন্তু তিনি ঠিক করে দিচ্ছেন না। ফাটল সংস্কার না করা পর্যন্ত আমরা ভবনটি বুঝে নেব না।’
ভবন নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, ‘আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। ভবন নির্মাণের সময় ছিলাম না।’
তিনি আরও বলেন, ‘মাটি ভালোভাবে সেটিং না হওয়ার কারণে ভবনে ফাটল ধরতে পারে। সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে ফাটলগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘ফাইনাল বিল ধরে রাখা হয়েছে। ভবনের ফাটল সংস্কার না করা পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল দেওয়া হবে না।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে