আমতলী (বরগুনা) প্রতিনিধি
‘সবাই আমাকে মাফ করে দেবেন, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করব। আমি চারপাশে অনেক ধার-দেনায় পড়েছি। নিজেকে আর সামলাতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল আজকে, তা হলো না। আমি আমার বউয়ের সব গয়নাগাটি, টাকা-পয়সা খরচ করে পথের ভিখারি হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারও দোষ নেই আমার মৃত্যুর জন্য। সকলে আমাকে মাফ করে দেবেন। মা, বাবা, ভাই ও বোন সকলে আমাকে মাফ করে দেবেন।’
এক লাখ টাকা ঋণ না পেয়ে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন আমতলী উপজেলা রাজস্ব অফিস মসজিদের পাশের ব্যবসায়ী খোকন কাজী। ফেসবুকে এমন স্ট্যাটাস দেখে স্বজনেরা দ্রুত দোকানে যান। কিন্তু গিয়ে দেখে দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
জানা গেছে, বরিশাল শহরের লাকুটিয়া খাশিপুর এলাকার বাসিন্দা ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজী ২০২০ সালে কাজের সন্ধানে আমতলীতে আসেন। এরপর উপজেলা রাজস্ব মসজিদের পাশে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু এ ব্যবসায় তাঁর সংসার ভালো চলছিল না। গত দুই বছর আগে জনসেবা নামক একটি স্থানীয় সংস্থা থেকে চড়া মূল্যে ঋণ নেন খোকন। ওই ঋণ পরিশোধ করতে তিনি হিমশিম খাচ্ছিলেন। ধার-দেনা করে ওই ঋণের কিস্তি পরিশোধ করতেন খোকন। পুনরায় এক লাখ টাকা ঋণ পাওয়ার আশায় আবারও ধার-দেনা করে গত জুন মাসে ঋণের সমুদয় কিস্তি পরিশোধ করে দেন। কিন্তু জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার রিয়াজুল হাসান তাঁকে পুনরায় ঋণ দিতে গড়িমসি করেন।
খোকনের স্ত্রী তানিয়া আক্তারের অভিযোগ, সর্বশেষ আজ বৃহস্পতিবার তাঁকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন সংস্থার ম্যানেজার রিয়াজুল হাসান। কিন্তু ঋণ দেননি। এতে ক্ষোভে খোকন নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে দোকানের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্বামীকে মৃত ঘোষণা করা হলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্ত্রী তানিয়া আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী মৃত্যুর জন্য ঋণ সংস্থার লোকজনের শাস্তির দাবি করছি।’
জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার মো. রিয়াজুল হাসান বলেন, ‘খোকন আমার সংস্থার সদস্য ছিল। এক লাখ টাকা ঋণ নিয়ে গত জুন মাসে সমুদয় টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু ঋণের আবেদন করেননি।’ আজকে ঋণ দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
জনসেবা ঋণ সংস্থা পরিচালক এস এম সোহেল মাহমুদ বলেন, ‘ওই ব্যক্তি আমার সংস্থায় ঋণের আবেদনই করেনি তাঁকে ঋণ দেব কীভাবে? ঋণের যে কথা উঠছে, তা মিথ্যা।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, ‘ব্যবসায়ী খোকন কাজী হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‘সবাই আমাকে মাফ করে দেবেন, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করব। আমি চারপাশে অনেক ধার-দেনায় পড়েছি। নিজেকে আর সামলাতে পারছি না। একটা লোন হওয়ার কথা ছিল আজকে, তা হলো না। আমি আমার বউয়ের সব গয়নাগাটি, টাকা-পয়সা খরচ করে পথের ভিখারি হয়ে গেছি। আমার বউ অথবা পৃথিবীর কারও দোষ নেই আমার মৃত্যুর জন্য। সকলে আমাকে মাফ করে দেবেন। মা, বাবা, ভাই ও বোন সকলে আমাকে মাফ করে দেবেন।’
এক লাখ টাকা ঋণ না পেয়ে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন আমতলী উপজেলা রাজস্ব অফিস মসজিদের পাশের ব্যবসায়ী খোকন কাজী। ফেসবুকে এমন স্ট্যাটাস দেখে স্বজনেরা দ্রুত দোকানে যান। কিন্তু গিয়ে দেখে দোকানের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
জানা গেছে, বরিশাল শহরের লাকুটিয়া খাশিপুর এলাকার বাসিন্দা ইয়াসিন কাজীর ছেলে খোকন কাজী ২০২০ সালে কাজের সন্ধানে আমতলীতে আসেন। এরপর উপজেলা রাজস্ব মসজিদের পাশে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু এ ব্যবসায় তাঁর সংসার ভালো চলছিল না। গত দুই বছর আগে জনসেবা নামক একটি স্থানীয় সংস্থা থেকে চড়া মূল্যে ঋণ নেন খোকন। ওই ঋণ পরিশোধ করতে তিনি হিমশিম খাচ্ছিলেন। ধার-দেনা করে ওই ঋণের কিস্তি পরিশোধ করতেন খোকন। পুনরায় এক লাখ টাকা ঋণ পাওয়ার আশায় আবারও ধার-দেনা করে গত জুন মাসে ঋণের সমুদয় কিস্তি পরিশোধ করে দেন। কিন্তু জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার রিয়াজুল হাসান তাঁকে পুনরায় ঋণ দিতে গড়িমসি করেন।
খোকনের স্ত্রী তানিয়া আক্তারের অভিযোগ, সর্বশেষ আজ বৃহস্পতিবার তাঁকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন সংস্থার ম্যানেজার রিয়াজুল হাসান। কিন্তু ঋণ দেননি। এতে ক্ষোভে খোকন নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে দোকানের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্বামীকে মৃত ঘোষণা করা হলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্ত্রী তানিয়া আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী মৃত্যুর জন্য ঋণ সংস্থার লোকজনের শাস্তির দাবি করছি।’
জনসেবা ঋণ সংস্থার ম্যানেজার মো. রিয়াজুল হাসান বলেন, ‘খোকন আমার সংস্থার সদস্য ছিল। এক লাখ টাকা ঋণ নিয়ে গত জুন মাসে সমুদয় টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু ঋণের আবেদন করেননি।’ আজকে ঋণ দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
জনসেবা ঋণ সংস্থা পরিচালক এস এম সোহেল মাহমুদ বলেন, ‘ওই ব্যক্তি আমার সংস্থায় ঋণের আবেদনই করেনি তাঁকে ঋণ দেব কীভাবে? ঋণের যে কথা উঠছে, তা মিথ্যা।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, ‘ব্যবসায়ী খোকন কাজী হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে