নিজন্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে দুই মাস আগে নিখোঁজ কিশোর সোহেল ফরাজীর (১৫) কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ও ঝালকাঠির সীমানা বরিশাল-পটুয়াখালী সড়কের খয়রাবাদ নদীর তীর থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
এর আগে, সোহেলের নিখোঁজের ঘটনায় আটক হয় তার বন্ধু ইমরান খান। তার স্বীকারোক্তি ও দেখানো জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ইমরান জানিয়েছে, তার চার বন্ধু দুই মাস আগে এনার্জি ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন সোহেলকে সেতুর নিচে নদীর তীরে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। তার রিকশাটি ছিনতাইয়ের জন্য তারা এ খুন করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, সোহেলের মা মুকুল বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইমরান ছাড়া নতুন কেউ গ্রেপ্তার নেই।
নিহত সোহেল বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজীর ছেলে। আটক ইমরান একই এলাকার নান্না খানের ছেলে।
সোহেলের ভাই সোহাগ ফরাজী জানান, সোহেল আগে ট্রাকচালকের সহকারীর কাজ করত। চালক বিদেশ যাওয়ায় সে বেকার ছিল। দুই মাস আগে সোহেলকে তার কয়েক বন্ধু ডেকে নিয়ে যায়। সোহেল তার বাবার ভাড়ায় চালিত ব্যাটারি রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার বন্ধুরাও নিখোঁজ ছিল।
সোহেলের পিতা ফরিদ ফরাজী জানান, কয়েক দিন আগে গোপনে ইমরান বাসায় ফিরে। তাকে আটক করে স্থানীয়দের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করা হলে সে সোহেলকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তার দেখানো জায়গা অনুযায়ী খয়রাবাদ সেতুর নিচ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে।
ইমরান পুলিশকে বলেছে, সে ও অপর তিন বন্ধু হৃদয়, বাপ্পি ও রাকিব সোহেলের বাবার রিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘুরতে যাওয়ার কথা বলে সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অদূরে খয়রাবাদ সেতুতে নিয়ে যাওয়া হয়। এলাকাটি নির্জন হওয়ায় সেখানে তারা নিরাপদ মনে করে। সেতুর নিচে গিয়ে ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিংকস খাওয়ানো হয় সোহেলকে। সে অচেতন হলে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রিকশাসহ পালিয়ে আসে। পরে রিকশাটি বিক্রি করে তারা আত্মগোপন করে।
বরিশাল নগরীতে দুই মাস আগে নিখোঁজ কিশোর সোহেল ফরাজীর (১৫) কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ও ঝালকাঠির সীমানা বরিশাল-পটুয়াখালী সড়কের খয়রাবাদ নদীর তীর থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
এর আগে, সোহেলের নিখোঁজের ঘটনায় আটক হয় তার বন্ধু ইমরান খান। তার স্বীকারোক্তি ও দেখানো জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ইমরান জানিয়েছে, তার চার বন্ধু দুই মাস আগে এনার্জি ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন সোহেলকে সেতুর নিচে নদীর তীরে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। তার রিকশাটি ছিনতাইয়ের জন্য তারা এ খুন করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, সোহেলের মা মুকুল বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইমরান ছাড়া নতুন কেউ গ্রেপ্তার নেই।
নিহত সোহেল বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজীর ছেলে। আটক ইমরান একই এলাকার নান্না খানের ছেলে।
সোহেলের ভাই সোহাগ ফরাজী জানান, সোহেল আগে ট্রাকচালকের সহকারীর কাজ করত। চালক বিদেশ যাওয়ায় সে বেকার ছিল। দুই মাস আগে সোহেলকে তার কয়েক বন্ধু ডেকে নিয়ে যায়। সোহেল তার বাবার ভাড়ায় চালিত ব্যাটারি রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার বন্ধুরাও নিখোঁজ ছিল।
সোহেলের পিতা ফরিদ ফরাজী জানান, কয়েক দিন আগে গোপনে ইমরান বাসায় ফিরে। তাকে আটক করে স্থানীয়দের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করা হলে সে সোহেলকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তার দেখানো জায়গা অনুযায়ী খয়রাবাদ সেতুর নিচ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে।
ইমরান পুলিশকে বলেছে, সে ও অপর তিন বন্ধু হৃদয়, বাপ্পি ও রাকিব সোহেলের বাবার রিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘুরতে যাওয়ার কথা বলে সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অদূরে খয়রাবাদ সেতুতে নিয়ে যাওয়া হয়। এলাকাটি নির্জন হওয়ায় সেখানে তারা নিরাপদ মনে করে। সেতুর নিচে গিয়ে ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিংকস খাওয়ানো হয় সোহেলকে। সে অচেতন হলে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রিকশাসহ পালিয়ে আসে। পরে রিকশাটি বিক্রি করে তারা আত্মগোপন করে।
জবানবন্দিতে রিয়াদ বলেছেন, ‘পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা।’ রিয়াদ জবানবন্দিতে আরও বলেন, তারা শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু তিনি ১০ লাখ টাকা দেন।
৪ মিনিট আগেটানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকা
১২ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার সেই তরুণীর বাড়ি ভোলা জেলায়। তিনি কলেজছাত্রী। বর্তমানে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. ফিরোজ হোসেন।
১ ঘণ্টা আগেচাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহর কাছে তিনি ফৌজদার কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
১ ঘণ্টা আগে