Ajker Patrika

ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি। 

আজ বুধবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ি সড়ক হয়ে সাধনার মোড় প্রদক্ষিণ করে সামনে গেলে পুলিশ এতে বাধা দেয়। পরে সেখানে মৌন মিছিল শেষ করে বিএনপি। 

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বক্তব্য দেন। তিনি মৌন মিছিলে পুলিশের বাধার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি বিরোধী মতের গুম হওয়া নেতাকর্মীদের ফেরত ও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি। জেলা বিএনপির আহবায়ক মো. সৈয়দ হোসেনসহ শতাধিক নেতা-কর্মী মৌন মিছিলে অংশ নেয়। 

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, মিছিল নিয়ে শহরের মধ্যে বের হওয়ার অনুমতি ছিল না। তাই মিছিলটি ফায়ার সার্ভিস মোড়ে আটকে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত