ভোলা প্রতিনিধি
ভোলায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত হরতাল পালিত হয়।
হরতালের সমর্থনে সদর রোডের মহাজনপট্টির জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেন নেতা-কর্মীরা। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে দেন।
সরেজমিনে দেখা যায়, সদর রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সদর উপজেলার বাংলা স্কুল মোড় থেকে সদর রোড ও কালিনাথ রায়েরবাজার পর্যন্ত রিকশা, অটোরিকশা চলাচল বন্ধ ছিল। শহরের বাইরে অন্যান্য যানবাহন চলাচল করেছে। সকাল থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করেছে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন।
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আরাফাত পরিবহনের গাড়ি চালক জয়নাল আবেদীন বলেন, গাড়িতে যাত্রী কম ছিল।
ভোলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় থাকলেও বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ মিছিলে কোনো বাধা দেয়নি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল দুপুর ১২টার দিকেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি।
এদিকে দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যাকাণ্ডের জন্য পুলিশকে দায়ী করেন। তাঁরা সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। এতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করায় দলীয় নেতা-কর্মীসহ ভোলাবাসীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত রোববার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যু হয় গতকাল বুধবার। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধা বেলা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
ভোলায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত হরতাল পালিত হয়।
হরতালের সমর্থনে সদর রোডের মহাজনপট্টির জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নেন নেতা-কর্মীরা। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে দেন।
সরেজমিনে দেখা যায়, সদর রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সদর উপজেলার বাংলা স্কুল মোড় থেকে সদর রোড ও কালিনাথ রায়েরবাজার পর্যন্ত রিকশা, অটোরিকশা চলাচল বন্ধ ছিল। শহরের বাইরে অন্যান্য যানবাহন চলাচল করেছে। সকাল থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করেছে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন।
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আরাফাত পরিবহনের গাড়ি চালক জয়নাল আবেদীন বলেন, গাড়িতে যাত্রী কম ছিল।
ভোলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় থাকলেও বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ মিছিলে কোনো বাধা দেয়নি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল দুপুর ১২টার দিকেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি।
এদিকে দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যাকাণ্ডের জন্য পুলিশকে দায়ী করেন। তাঁরা সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। এতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করায় দলীয় নেতা-কর্মীসহ ভোলাবাসীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত রোববার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যু হয় গতকাল বুধবার। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধা বেলা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১৯ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
২৫ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২৯ মিনিট আগে