Ajker Patrika

লকডাউনে কিস্তির জ্বালা

প্রতিনিধি, নাজিরপুর (পিরোজপুর)
লকডাউনে কিস্তির জ্বালা

নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।

কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।

উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’

এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’

এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত