প্রতিনিধি, নাজিরপুর (পিরোজপুর)
নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।
কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।
উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’
নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।
কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।
উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৪ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে