Ajker Patrika

বরিশাল নগরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

নগরের ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ নগরের বিভিন্ন সড়কে অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান পরিচালনা করে। 

আজ সকাল ১১টায় নগরের জেলখানার মোড় থেকে নাজির পোল ও চকবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশের সদস্যরা। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের এডিসি রুনা লায়লা বলেন, ‘আপনারা দেখেছেন নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকত। নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বিএমপি কমিশনার জিহাদুল কবির এক সভায় নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ঐকমত্য পোষণ করেন।’ 

এডিসি রুনা লায়লা আরও বলেন, ‘সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ ট্রাফিক পুলিশ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।’ এর মাধ্যমে সদর রোড এলাকাকে হকারমুক্ত ও অবৈধ দখলদার মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. আব্দুল লতিফ, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, টিআই আ. রহিম, সার্জেন্ট বাশার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত