Ajker Patrika

নেছারাবাদে পাঁচ টাকা খরচের প্রশংসাপত্রে নেওয়া হয় ১২০ টাকা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২১: ১৪
Thumbnail image

পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।

ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।

স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।

প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত