নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’
পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশংসাপত্র বাবদ ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক শামসুল হক প্রশংসাপত্র ছাড়াও কারণে-অকারণে নানা ফি নিয়ে থাকেন। পরীক্ষা ফি, বিদায় চাঁদা, ভর্তি ফি, স্পোর্টস ফিসহ নানা অজুহাতে তিনি চাঁদা নেন অভিভাবকদের কাছ থেকে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সদ্য উত্তীর্ণ এক ছাত্রীর রিকশাচালক বাবা মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণি থেকে এ বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে প্রশংসাপত্রের জন্য যান। এই বাবদ তাঁর কাছ থেকে ১২০ টাকা রাখা হয়েছে।
স্বরূপকাঠি উপজেলা সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করা এক অভিভাবক অভিযোগ করেন, তাঁর বাচ্চাকে এ বছর ওই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির জন্য তাঁর কাছ থেকে দেড় শ টাকা ভর্তি ফি এবং দেড় শ টাকা স্পোর্টস ফিসহ তিন শ টাকা নেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘আমি তো একা নিই না। উপজেলার সব বিদ্যালয়ে প্রশংসাপত্রে টাকা নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে নানা অডিট হয়, অনেক মেহমান আসেন। তাঁদের একটু চা-নাশতার জন্য বছরে আমার অনেক টাকা খরচ হয়। তাই মাঝেসাঝে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেওয়া হয়।’ তবে অভিভাবকেরা যতটা বাড়িয়ে বলছেন, তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘প্রশংসাপত্রের জন্য টাকা নেওয়ার কোনো বিধান নেই। শুধু প্রশংসাপত্র কেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়ারই নিয়ম নেই। বিষয়টি জেনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে