নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’
বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।
রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’
বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
৫ মিনিট আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
২৩ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
৩১ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩৭ মিনিট আগে