Ajker Patrika

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে জেলেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২২: ১৫
লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে জেলেরা

পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ফলে উপকূলীয় বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের কুয়াকাটার সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। 

আজ মঙ্গলবার সকাল থেকে দমকা বাতাসের সঙ্গে থেমে থেমে কখনো ভারী, আবার কখনো গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্রের তাণ্ডবে টিকতে না পেরে মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর আড়ত ঘাট শিববাড়িয়া নদীসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছেন। 

এ ছাড়া ঢেউয়ের তাণ্ডবে এফবি বিসমিল্লাহ ও মায়ের দোয়া-১ সহ সাতটি মাছ ধরার ট্রলার নিমজ্জিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ট্রলারের জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন বলে জানান মৎস্য-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ফিরে আসা জেলেদের চোখেমুখে রয়েছে হতাশার ছাপ। কারণ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশা নিয়ে রুপালি ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে গিয়েছিলেন তাঁরা।

পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। ছবি: আজকের পত্রিকাএদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। 

পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

মহিপুর ও আলীপুর ঘাট ঘুরে দেখা গেছে, একের পর এক সমুদ্রগামী মাছ ধরার ট্রলার আড়ত ঘাটে এসে নোঙর করছে। জেলেরা জানান, ইলিশ পাওয়ার আশা নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে সমুদ্রে টিকে থাকাই দায়। তাই কেউ জাল না ফেলে, আবার কেউ জাল তুলে তীরে এসেছেন। 

জেলে হাচন মাঝি বলেন, ‘সাগর উত্তাল হয়ে ওঠার কারণে জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন।’ 

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা বলেন, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার তীরে আসতে শুরু করেছে। এসব ট্রলার মহিপুর আলীপুর আড়ত ঘাটসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। আবহাওয়া ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এসব ট্রলার আবার সাগরে যাত্রা করবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত