Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ চিপস ও নুডুলস রাখায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

ঝালকাঠির নলছিটিতে এক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত পণ্য যেমন চিপস, নুডুলস, মসলা পাওয়া যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বাইরে কোনো ব্যবসায়ী যদি অধিক মূল্যে পণ্য কেনা-বেচা করে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত