পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কিনেছেন এক পাইকারি মাছ ব্যবসায়ী। পরে গত রোববার সেসব টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকেই তিনি উধাও হয়ে যান। পরে আড়তের মালিকেরা থানায় অভিযোগ দিলে আজ বুধবার ভোররাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম নিলয় পারভেজ বাবলু। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর যাবৎ তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
মহিপুর মৎস্য আড়তের মালিকেরা বলছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ১৬টি আড়ত থেকে বাকিতে প্রায় ৭৮ লাখ টাকার মাছ কেনেন নিলয়। রোববার সন্ধ্যা সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও ওই দিনের তিনি গা ঢাকা দেন। পরে ওই দিন রাতে একটি আড়তের মালিক বাদী হয়ে মহিপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজখবর নিয়েও তাকে পায়নি। অবশেষে মহিপুর থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকার কারওয়ান বাজার বিক্রি করে, সেই টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহিপুর থানা-পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাঁকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাছ বিক্রির ১০ লাখ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কিনেছেন এক পাইকারি মাছ ব্যবসায়ী। পরে গত রোববার সেসব টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকেই তিনি উধাও হয়ে যান। পরে আড়তের মালিকেরা থানায় অভিযোগ দিলে আজ বুধবার ভোররাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম নিলয় পারভেজ বাবলু। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর যাবৎ তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
মহিপুর মৎস্য আড়তের মালিকেরা বলছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ১৬টি আড়ত থেকে বাকিতে প্রায় ৭৮ লাখ টাকার মাছ কেনেন নিলয়। রোববার সন্ধ্যা সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও ওই দিনের তিনি গা ঢাকা দেন। পরে ওই দিন রাতে একটি আড়তের মালিক বাদী হয়ে মহিপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজখবর নিয়েও তাকে পায়নি। অবশেষে মহিপুর থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকার কারওয়ান বাজার বিক্রি করে, সেই টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহিপুর থানা-পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাঁকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাছ বিক্রির ১০ লাখ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর ঘটনাস্থলের পাশের একটি পুকুর পাড় থেকে হাফিজুর রহমান লিটন (৪৮) নামে এক সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর দক্ষিণ পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৪ মিনিট আগে৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত ও বাজেট বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
৩৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
৩৭ মিনিট আগেরংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চল
৪১ মিনিট আগে