পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কিনেছেন এক পাইকারি মাছ ব্যবসায়ী। পরে গত রোববার সেসব টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকেই তিনি উধাও হয়ে যান। পরে আড়তের মালিকেরা থানায় অভিযোগ দিলে আজ বুধবার ভোররাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম নিলয় পারভেজ বাবলু। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর যাবৎ তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
মহিপুর মৎস্য আড়তের মালিকেরা বলছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ১৬টি আড়ত থেকে বাকিতে প্রায় ৭৮ লাখ টাকার মাছ কেনেন নিলয়। রোববার সন্ধ্যা সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও ওই দিনের তিনি গা ঢাকা দেন। পরে ওই দিন রাতে একটি আড়তের মালিক বাদী হয়ে মহিপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজখবর নিয়েও তাকে পায়নি। অবশেষে মহিপুর থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকার কারওয়ান বাজার বিক্রি করে, সেই টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহিপুর থানা-পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাঁকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাছ বিক্রির ১০ লাখ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কিনেছেন এক পাইকারি মাছ ব্যবসায়ী। পরে গত রোববার সেসব টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকেই তিনি উধাও হয়ে যান। পরে আড়তের মালিকেরা থানায় অভিযোগ দিলে আজ বুধবার ভোররাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম নিলয় পারভেজ বাবলু। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর যাবৎ তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
মহিপুর মৎস্য আড়তের মালিকেরা বলছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ১৬টি আড়ত থেকে বাকিতে প্রায় ৭৮ লাখ টাকার মাছ কেনেন নিলয়। রোববার সন্ধ্যা সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও ওই দিনের তিনি গা ঢাকা দেন। পরে ওই দিন রাতে একটি আড়তের মালিক বাদী হয়ে মহিপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজখবর নিয়েও তাকে পায়নি। অবশেষে মহিপুর থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকার কারওয়ান বাজার বিক্রি করে, সেই টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহিপুর থানা-পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাঁকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাছ বিক্রির ১০ লাখ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে