Ajker Patrika

মুলাদীতে মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ ল্যাপটপ চুরি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯: ১০
মুলাদীতে মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ ল্যাপটপ চুরি

বরিশালের মুলাদীতে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৯টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে পৌর সদরের মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় থেকে ল্যাপটপ চুরি হয়। 

আজ রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন। এ নিয়ে গত দুই মাসে উপজেলার কমপক্ষে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ল্যাপটপ চুরি হয়েছে। 

প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন হাওলাদার জানান, গতকাল রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গ্রিল কেটে কম্পিউটার ল্যাবে প্রবেশ করে। চোর চক্র ল্যাবের ১৯টি ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় নৈশপ্রহরীকে কারণ দর্শানোর নোটিশ এবং অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় মামলা করা হয়েছে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিদ্যালয়ের সব ল্যাপটপ চুরির ঘটনায় প্রধান শিক্ষক মামলা করেছেন। চোর শনাক্ত এবং ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত