পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
ইংরেজি নববর্ষে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। শীতের আমেজের সঙ্গে পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় এখন সাজ সাজ রব।
আজ শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিনোদন স্পটসহ বিভিন্নস্থানকে রঙিন লাইট, বেলুন দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও নতুনকে স্বাগত জানাতে বেশির ভাগ হোটেল ধোয়া-মোছা করে পরিপাটি করে রাখা হয়েছে।
হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানান, থার্টি ফার্স্ট নাইট ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে এরই মধ্যে প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা রয়েছে। তবে কুয়াকাটায় পর্যটকদের আগমন স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত পর্যটকেরা। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও পর্যটন মৌসুম শুরু হয়েছে। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌ-ভ্রমণ। ইংরেজি নববর্ষে এ বছর কাঙ্ক্ষিত পর্যটকের আশা ব্যবসায়ীদের।
হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান বলেন, ‘গত বড়দিনের পর থেকে আগামী থার্টি ফার্স্ট নাইটের বন্ধ পর্যন্ত আমাদের সম্পূর্ণ রুম বুকড রয়েছে। তাই আমরা আলোকসজ্জা, ইনডোরে কনসার্ট, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন রেখেছি থার্টি ফার্স্ট নাইটে।’
হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘কুয়াকাটায় সর্বমোট ১৬০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। আগামী বন্ধ উপলক্ষে আমাদের ইতিমধ্যে ৬০ শতাংশ হোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে বাকিগুলোও হয়ে যাবে। পদ্মা সেতু চালুর পর থেকে কুয়াকাটা উৎসবে পরিণত হয়েছে। আমাদেরও ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়েছে।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বছরে যতগুলো বন্ধে কুয়াকাটায় পর্যটকে টইটুম্বুর থাকে তার মধ্যে ইংরেজি নববর্ষ অন্যতম। তাই এই বন্ধকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন রয়েছে। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির জন্য হোটেলে সাজসজ্জা, নতুনত্ব, বিশেষ ছাড়সহ বিভিন্ন আয়োজন হাতে নেওয়া হয়েছে।’
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, ‘ডিসেম্বর জুড়ে কুয়াকাটায় পর্যটকদের চাপ। এছাড়া থার্টিফার্স্ট নাইটে কুয়াকাটা থাকবে পর্যটকে মুখরিত। পর্যটকেরা কোনো হয়রানির স্বীকার যাতে না হয়, তাই সৈকতসহ পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’
ইংরেজি নববর্ষে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। শীতের আমেজের সঙ্গে পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় এখন সাজ সাজ রব।
আজ শুক্রবার সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিনোদন স্পটসহ বিভিন্নস্থানকে রঙিন লাইট, বেলুন দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও নতুনকে স্বাগত জানাতে বেশির ভাগ হোটেল ধোয়া-মোছা করে পরিপাটি করে রাখা হয়েছে।
হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানান, থার্টি ফার্স্ট নাইট ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে এরই মধ্যে প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা রয়েছে। তবে কুয়াকাটায় পর্যটকদের আগমন স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত পর্যটকেরা। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও পর্যটন মৌসুম শুরু হয়েছে। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌ-ভ্রমণ। ইংরেজি নববর্ষে এ বছর কাঙ্ক্ষিত পর্যটকের আশা ব্যবসায়ীদের।
হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান বলেন, ‘গত বড়দিনের পর থেকে আগামী থার্টি ফার্স্ট নাইটের বন্ধ পর্যন্ত আমাদের সম্পূর্ণ রুম বুকড রয়েছে। তাই আমরা আলোকসজ্জা, ইনডোরে কনসার্ট, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন রেখেছি থার্টি ফার্স্ট নাইটে।’
হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘কুয়াকাটায় সর্বমোট ১৬০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। আগামী বন্ধ উপলক্ষে আমাদের ইতিমধ্যে ৬০ শতাংশ হোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে বাকিগুলোও হয়ে যাবে। পদ্মা সেতু চালুর পর থেকে কুয়াকাটা উৎসবে পরিণত হয়েছে। আমাদেরও ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়েছে।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বছরে যতগুলো বন্ধে কুয়াকাটায় পর্যটকে টইটুম্বুর থাকে তার মধ্যে ইংরেজি নববর্ষ অন্যতম। তাই এই বন্ধকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন রয়েছে। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির জন্য হোটেলে সাজসজ্জা, নতুনত্ব, বিশেষ ছাড়সহ বিভিন্ন আয়োজন হাতে নেওয়া হয়েছে।’
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, ‘ডিসেম্বর জুড়ে কুয়াকাটায় পর্যটকদের চাপ। এছাড়া থার্টিফার্স্ট নাইটে কুয়াকাটা থাকবে পর্যটকে মুখরিত। পর্যটকেরা কোনো হয়রানির স্বীকার যাতে না হয়, তাই সৈকতসহ পর্যটন স্পটগুলোতে টুরিস্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে