Ajker Patrika

বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১: ৩৬
বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নিচতলায় আকস্মিক অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস। 

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনেরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে। অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। 

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচতলার কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বলা যাচ্ছে না। 

আগুন লাগার পর রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের বাইরে চলে আসেননাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের ওই কক্ষের তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। ওই কক্ষে তুলা, বিছানা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত