বরগুনা প্রতিনিধি
বরগুনা-বাকেরগঞ্জ সড়কে বাস চলাচলে বাধা দেওয়া এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে ঢাকা-বরগুনা রুটে বাস ধর্মঘট ডেকেছে বরগুনায় জেলা পরিবহন পরিচালনা কমিটি। আজ সোমবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস বরগুনা ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
বরগুনার-ঢাকা রুটের দূরপাল্লার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক একে আজাদ বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন ঢাকা-বরগুনা রুটে শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করলেও গত এক মাস ধরে রূপাতলী-বাকেরগঞ্জ বাসমালিক সমিতি বরগুনা-বাকেরগঞ্জ সড়কে বাস চলাচলে বাধা দিয়ে শ্রমিকদের মারধর করে আসছে। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমরা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট ডেকেছি।’
বরগুনার বাস শ্রমিকদের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা থেকে বরিশালের বাকেরগঞ্জ পর্যন্ত ৫৭ কিলোমিটার সড়ক চালু হয় ২০১৯ সালে। তখন থেকে এই পথ দিয়েই ঢাকা-বরগুনা রুটে বাসগুলো চলত। দেশের সবচেয়ে বড় সেতু (পদ্মা সেতু) চালু হওয়ার পর থেকে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক ধরে চলতে দেওয়া হচ্ছে না ঢাকা-বরগুনা রুটের বাসগুলোকে। বরিশালের রূপাতলী ও বাকেরগঞ্জ বাস মালিক সমিতির বাধায় বিকল্প পথ পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে গত এক মাস ধরে বরগুনা-ঢাকা রুটে বাসগুলো চলছিল। কিন্তু এতে সময় ও খরচ উভয়ই বেশি। বরগুনা-বাকেরগঞ্জ সড়ক হয়ে রাজধানীতে অবাধে বাস চলাচলের দাবিতে কাউন্টার দূরপাল্লার কাউন্টার পরিচালকেরা এ ধর্মঘট ডেকেছে।’
সাকুরা পরিবহনের বরগুনা কাউন্টারের ব্যবস্থাপক নাসির মোল্লা বলেন, ‘তিন বছর ধরে এই সড়কে আমাদের বাস চলছে। পদ্মা সেতু চালুর পর আগস্ট মাসের শুরু থেকে বাস বন্ধ করে দেয় বরিশালের রূপাতলী বাস মালিক সমিতি। ঢাকা-বাকেরগঞ্জ-বরগুনা বাস চলাচলে ৬ থেকে ৭ ঘণ্টা লাগলেও বিকল্প রুটে ১০ ঘণ্টা সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। আমরা এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছি।’
এই রুটের বাস চলাচল বাধা দেওয়া হচ্ছে কেন? এ বিষয়ে জানতে চাইলে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ‘সরকারের নীতিমালা অনুযায়ী গাড়ি চলাচলের অনুমতি যেখানে আছে সেখান দিয়েই চলাচল করবে। তাদের রুট পারমিট আছে এক পথে, তারা যাবে অন্য সড়কে এটা তো ঠিক না।’
বেশ কয়েক বছর ধরে তো এই পথ ধরে বাস চলত, তখন তো বাধা আসেনি-এমন মন্তব্যের জবাবে কাওসার হোসেন শিপন বলেন, ‘হাতে গোনা কিছু ব্যবসায়ী আছেন যারা এই পথে গাড়ি চলাচল করিয়েছেন। নিয়ম অনুযায়ী সবকিছু হবে।’
বরগুনার পরিবহন পরিচালনা কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান টুকু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অনেকের কাছে বিচার দিয়েও কোনো সুরাহা পাইনি। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।’
বরগুনা-বাকেরগঞ্জ সড়কে বাস চলাচলে বাধা দেওয়া এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে ঢাকা-বরগুনা রুটে বাস ধর্মঘট ডেকেছে বরগুনায় জেলা পরিবহন পরিচালনা কমিটি। আজ সোমবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস বরগুনা ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
বরগুনার-ঢাকা রুটের দূরপাল্লার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক একে আজাদ বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন ঢাকা-বরগুনা রুটে শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করলেও গত এক মাস ধরে রূপাতলী-বাকেরগঞ্জ বাসমালিক সমিতি বরগুনা-বাকেরগঞ্জ সড়কে বাস চলাচলে বাধা দিয়ে শ্রমিকদের মারধর করে আসছে। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমরা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট ডেকেছি।’
বরগুনার বাস শ্রমিকদের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা থেকে বরিশালের বাকেরগঞ্জ পর্যন্ত ৫৭ কিলোমিটার সড়ক চালু হয় ২০১৯ সালে। তখন থেকে এই পথ দিয়েই ঢাকা-বরগুনা রুটে বাসগুলো চলত। দেশের সবচেয়ে বড় সেতু (পদ্মা সেতু) চালু হওয়ার পর থেকে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক ধরে চলতে দেওয়া হচ্ছে না ঢাকা-বরগুনা রুটের বাসগুলোকে। বরিশালের রূপাতলী ও বাকেরগঞ্জ বাস মালিক সমিতির বাধায় বিকল্প পথ পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে গত এক মাস ধরে বরগুনা-ঢাকা রুটে বাসগুলো চলছিল। কিন্তু এতে সময় ও খরচ উভয়ই বেশি। বরগুনা-বাকেরগঞ্জ সড়ক হয়ে রাজধানীতে অবাধে বাস চলাচলের দাবিতে কাউন্টার দূরপাল্লার কাউন্টার পরিচালকেরা এ ধর্মঘট ডেকেছে।’
সাকুরা পরিবহনের বরগুনা কাউন্টারের ব্যবস্থাপক নাসির মোল্লা বলেন, ‘তিন বছর ধরে এই সড়কে আমাদের বাস চলছে। পদ্মা সেতু চালুর পর আগস্ট মাসের শুরু থেকে বাস বন্ধ করে দেয় বরিশালের রূপাতলী বাস মালিক সমিতি। ঢাকা-বাকেরগঞ্জ-বরগুনা বাস চলাচলে ৬ থেকে ৭ ঘণ্টা লাগলেও বিকল্প রুটে ১০ ঘণ্টা সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। আমরা এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছি।’
এই রুটের বাস চলাচল বাধা দেওয়া হচ্ছে কেন? এ বিষয়ে জানতে চাইলে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ‘সরকারের নীতিমালা অনুযায়ী গাড়ি চলাচলের অনুমতি যেখানে আছে সেখান দিয়েই চলাচল করবে। তাদের রুট পারমিট আছে এক পথে, তারা যাবে অন্য সড়কে এটা তো ঠিক না।’
বেশ কয়েক বছর ধরে তো এই পথ ধরে বাস চলত, তখন তো বাধা আসেনি-এমন মন্তব্যের জবাবে কাওসার হোসেন শিপন বলেন, ‘হাতে গোনা কিছু ব্যবসায়ী আছেন যারা এই পথে গাড়ি চলাচল করিয়েছেন। নিয়ম অনুযায়ী সবকিছু হবে।’
বরগুনার পরিবহন পরিচালনা কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান টুকু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অনেকের কাছে বিচার দিয়েও কোনো সুরাহা পাইনি। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেজীবননগরে টাস্ক ফোর্সের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের বাধায় জরিমানা না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অভিযান না চালানোর দাবি জানান ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেমাছ লুট নিয়ে যাওয়ার সময় নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার হ্যান্ডট্রলিযোগে মাছ নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় লুট হওয়া মাছ জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেনিয়োগ নীতিমালার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জালাল উদ্দিন মামলাটি করেছেন।
২ ঘণ্টা আগে