ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় এ সংর্ঘষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলামসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। সভা শুরু হওয়ার আগমুহূর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধার নেতৃত্বে কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ ও হুমায়ন কবিরসহ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতিকে ছাড়া বর্ধিত সভা আয়োজন করার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রতন বিশ্বাস, যুবলীগের কর্মী নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। এটা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে।
উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে না জানিয়ে সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম ও সহসভাপতি আব্দুস সবুর হাওলাদারসহ কয়েকজন মিলে বর্ধিত সভার আয়োজন করেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
ঝালকাঠির রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় এ সংর্ঘষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলামসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। সভা শুরু হওয়ার আগমুহূর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধার নেতৃত্বে কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ ও হুমায়ন কবিরসহ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতিকে ছাড়া বর্ধিত সভা আয়োজন করার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রতন বিশ্বাস, যুবলীগের কর্মী নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। এটা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে।
উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে না জানিয়ে সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম ও সহসভাপতি আব্দুস সবুর হাওলাদারসহ কয়েকজন মিলে বর্ধিত সভার আয়োজন করেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা রিপন মিয়ার (২৮) লাশ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় ভাই আক্তার হোসেন।
২০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
১ ঘণ্টা আগে