নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরের রূপাতলীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় আজ সোমবার দখল করে নিয়েছে ক্ষমতাসীন দলের একাংশ। তারা নিজেদের নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারী দাবি করে আসছেন। কার্যালয়টি এর আগে মেয়র সাদিকের অনুসারীরা নিয়ন্ত্রণ করত। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা নামে এক শ্রমিক নেতা ইউনিয়ন অফিস দখল করেছেন বলে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা ও তাঁর লোকজন সকালে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বদলি সিপ ও ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় সাধারণ শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। সেখানকার একাধিক শ্রমিক জানান, শ্রমিক ইউনিয়নের পুরোনো শ্রমিক হলেও আমাদের বেকার রাখা হয়েছিল। অর্ধশত শ্রমিকদের কোনো ডিউটি দেওয়া হতো না।
জানতে চাইলে মেয়র সাদিক অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা অফিস দখল করেছে। আজ সোমবার থেকে তাঁরা শ্রমিকদের মধ্যে বদলি স্লিপ বণ্টন করেছেন। যদিও উচ্চ আদালত এর কার্যক্রম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। বিষয়টি ওসিকে জানিয়েছেন।
তবে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা বলনে, অফিস তালা দেওয়া ছিল। সেটি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বদলি স্লিপের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ওদের ক্ষমতা নেই বাস টার্মিনালের শ্রমিকদের সেবা দেওয়ার। তাই নতুন করে শ্রমিকদের জন্য কাজ করবেন তারা।
গত বছরের ৩ এপ্রিল রূপাতলী বাসটার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বরিশাল নগরের রূপাতলীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় আজ সোমবার দখল করে নিয়েছে ক্ষমতাসীন দলের একাংশ। তারা নিজেদের নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারী দাবি করে আসছেন। কার্যালয়টি এর আগে মেয়র সাদিকের অনুসারীরা নিয়ন্ত্রণ করত। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা নামে এক শ্রমিক নেতা ইউনিয়ন অফিস দখল করেছেন বলে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা ও তাঁর লোকজন সকালে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বদলি সিপ ও ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় সাধারণ শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। সেখানকার একাধিক শ্রমিক জানান, শ্রমিক ইউনিয়নের পুরোনো শ্রমিক হলেও আমাদের বেকার রাখা হয়েছিল। অর্ধশত শ্রমিকদের কোনো ডিউটি দেওয়া হতো না।
জানতে চাইলে মেয়র সাদিক অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা অফিস দখল করেছে। আজ সোমবার থেকে তাঁরা শ্রমিকদের মধ্যে বদলি স্লিপ বণ্টন করেছেন। যদিও উচ্চ আদালত এর কার্যক্রম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। বিষয়টি ওসিকে জানিয়েছেন।
তবে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা বলনে, অফিস তালা দেওয়া ছিল। সেটি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বদলি স্লিপের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ওদের ক্ষমতা নেই বাস টার্মিনালের শ্রমিকদের সেবা দেওয়ার। তাই নতুন করে শ্রমিকদের জন্য কাজ করবেন তারা।
গত বছরের ৩ এপ্রিল রূপাতলী বাসটার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে