Ajker Patrika

কুয়াকাটায় মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৬
Thumbnail image

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের পুলিশ সুপার আশরাফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েক মাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের কয়েকজনকে সৈকতে ঘোরাঘুরি করতে দেখে ইব্রাহিম বৃহস্পতিবার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।’ 

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের নামে ছয়-সাতটি করে মামলা রয়েছে। আজ শুক্রবার আরও একটি মামলা হয়েছে। তাদের কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত