Ajker Patrika

ডাক্তার দেখাতে বেরিয়ে ৫ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
ডাক্তার দেখাতে বেরিয়ে ৫ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে

বরগুনার বেতাগীতে ডাক্তার দেখাতে গিয়ে মেয়ে শিশুসহ রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনার ৫ দিন পার হলেও তাঁর সন্ধান মেলেনি। গত বুধবার সকালে উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের কাউনিয়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। 

নিখোঁজ রোজিনা আক্তার উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধোপা বাড়ি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী। নিখোঁজের ঘটনার পরদিন বৃহস্পতিবার গৃহবধূর বাবা আশরাফ আলী আকন বাদী হয়ে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

নিখোঁজ রোজিনা আক্তারের বাবা আশরাফ আলী আকন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার সকালে আমার মেয়ে নাতনিকে নিয়ে ডাক্তার দেখাবার কথা বলে কাউনিয়া বাজারে যায়। সারা দিনেও সে বাড়িতে ফিরে না আসায় আমরা সবাই খোঁজাখুঁজি করি। অনেক চেষ্টা করেও তাঁদের কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার থানায় নিয়ে জিডি করি। তবে ৫ দিন পার হয়ে গেলেও এখনো আমার মেয়ে ও নাতনির কোনো সন্ধান পাইনি।’ 

স্থানীয় ইউপি সদস্য বাদল চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের খবরটি আমি পরদিন বৃহস্পতিবার পেয়েছি। তবে কীভাবে বা কী কারণে তাঁরা নিখোঁজ হয়েছে তা জানি না। যতটুকু জানি মা ও মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর এখনো তাঁরা ফেরেনি।’ 

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের খুঁজে বের করতে আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত