Ajker Patrika

ঘূর্ণিঝড় মিধিলি: পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ আশ্রয়কেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২: ৫৬
ঘূর্ণিঝড় মিধিলি: পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় জরুরি সভা করেছে পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড়ে সরকারের বিভিন্ন সংস্থার প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। 
 
সভায় পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিব কেল্লা, ৮৭৬০ জন সিপিপি ভলান্টিয়ার, ৭ লাখ ৯০ হাজার নগদ টাকা, ৬৫০ মেট্রিকটন চাল মজুত রয়েছে। জেলায় স্যালাইন, খাওয়ার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পর্যাপ্ত প্রস্তুত রয়েছে। ৮২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। 

এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বলেন, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ শুক্রবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১১টি জেলায় এটি আঘাত হানার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর বাতাসের গতিবেগ থাকবে ৬৪ থেকে ৮৮ কিলোমিটার। এটি সর্বোচ্চ ৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। 

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ আল সাদীদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তাঁর বক্তব্যে দুর্যোগ-পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে সভায় উপস্থিত সদস্যদের অবহিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত