Ajker Patrika

মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় জেলেদের ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা তাঁদের অপহরণ করে।

অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জেলের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ, হাসান, খোকন, আকবর, মিরাজ, হান্নান, লোকমান মাঝি, হাশেম মাঝি ও আরিফ মাঝি।

স্লুইজ ঘাট ও চৌমুহনী মৎস্য ঘাটের আড়তদার মহিউদ্দিন পোদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীর এ তথ্য জানান। তাঁরা জানান, তাঁদের ১১ জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাঁদের অপহরণ করেছে।

স্থানীয় জেলে ও  আড়তদারেরা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি মৎস্য ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ শিকারে যায়। এ সময় জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, ‘জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘জলদস্যুরা জেলেদের অপহরণ করেছে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা জলদস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

এদিকে অপহৃত জেলেদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত