নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ এবার নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন। শনিবার তিনি স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, তাঁর মামলাকে পুঁজি করে সংগঠনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন ও মুখপাত্র সুমি হক বাণিজ্য করছেন। নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারজুক দাবি করেন, ‘এসব অভিযোগের কোনো প্রমাণ নেই।’
১৪ মে মামলা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি সংবাদ সম্মেলন করে মারজুকের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ করে এবং তাঁর সাংগঠনিক পদ স্থগিত করা হয়। এর পাল্টা জবাব দিতে শনিবার সংবাদ সম্মেলন করেন মারজুক।
সংবাদ সম্মেলনে মারজুক বলেন, ভুল তথ্যের কারণে কিছু নিরীহ লোক মামলায় আসামি হয়েছেন। তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে আহ্বায়ক সাব্বির বিভিন্নজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। একেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ারও অভিযোগ করেছেন মারজুক। তিনি দাবি করেন, এক ছাত্রলীগ নেতার নাম বাদ দিতে তদবির করেছিলেন সুমি হক। তিনি রাজি না হওয়ায় সংগঠনে তাঁর পদ স্থগিত করা হয়েছে।
মারজুক সংবাদ সম্মেলনে জামাল খান নামের এক আসামিকেও হাজির করেন।
এর আগে ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমানের পরিবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বলেছে, মারজুক ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তিনি মিজানুরকে আসামি করেন এবং পরে দোকানের মধ্যে আটকে পুলিশে ধরিয়ে দেন।
অভিযোগের বিষযে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেছেন, বাদী মারজুক নিজের লোকজন নিজে আসামি ধরে পুলিশে খবর দেন। তিনি বাদী হওয়ায় আসামি থানায় আনতে হয়। তখন আটক না করলে মেরে ফেলার ভয় থাকে।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, ক্ষোভের কারণে মারজুক তাঁদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেছেন। প্রকৃত অর্থে স্বেচ্ছাসেবক দলনেতা পরিচয়ধারী যে ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, তাঁকে তিনি চিনেনই না। তাঁর সংগঠনের মুখপাত্র সুমি হকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে রক্ষা করার যে অভিযোগ তুলেছেন, তার প্রমাণ দেখাক মারজুক আব্দুল্লাহ। সাব্বির বলেন, ‘মারজুক যে মামলা করেছেন তার কয়জনকে তিনি চেনেন সে বিষয়ে আমরা সন্দিহান।’
বরিশালে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ এবার নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন। শনিবার তিনি স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, তাঁর মামলাকে পুঁজি করে সংগঠনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন ও মুখপাত্র সুমি হক বাণিজ্য করছেন। নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারজুক দাবি করেন, ‘এসব অভিযোগের কোনো প্রমাণ নেই।’
১৪ মে মামলা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি সংবাদ সম্মেলন করে মারজুকের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ করে এবং তাঁর সাংগঠনিক পদ স্থগিত করা হয়। এর পাল্টা জবাব দিতে শনিবার সংবাদ সম্মেলন করেন মারজুক।
সংবাদ সম্মেলনে মারজুক বলেন, ভুল তথ্যের কারণে কিছু নিরীহ লোক মামলায় আসামি হয়েছেন। তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে আহ্বায়ক সাব্বির বিভিন্নজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। একেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ারও অভিযোগ করেছেন মারজুক। তিনি দাবি করেন, এক ছাত্রলীগ নেতার নাম বাদ দিতে তদবির করেছিলেন সুমি হক। তিনি রাজি না হওয়ায় সংগঠনে তাঁর পদ স্থগিত করা হয়েছে।
মারজুক সংবাদ সম্মেলনে জামাল খান নামের এক আসামিকেও হাজির করেন।
এর আগে ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমানের পরিবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বলেছে, মারজুক ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তিনি মিজানুরকে আসামি করেন এবং পরে দোকানের মধ্যে আটকে পুলিশে ধরিয়ে দেন।
অভিযোগের বিষযে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেছেন, বাদী মারজুক নিজের লোকজন নিজে আসামি ধরে পুলিশে খবর দেন। তিনি বাদী হওয়ায় আসামি থানায় আনতে হয়। তখন আটক না করলে মেরে ফেলার ভয় থাকে।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, ক্ষোভের কারণে মারজুক তাঁদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেছেন। প্রকৃত অর্থে স্বেচ্ছাসেবক দলনেতা পরিচয়ধারী যে ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, তাঁকে তিনি চিনেনই না। তাঁর সংগঠনের মুখপাত্র সুমি হকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে রক্ষা করার যে অভিযোগ তুলেছেন, তার প্রমাণ দেখাক মারজুক আব্দুল্লাহ। সাব্বির বলেন, ‘মারজুক যে মামলা করেছেন তার কয়জনকে তিনি চেনেন সে বিষয়ে আমরা সন্দিহান।’
পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল...
১৭ মিনিট আগেবাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৫ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
৫ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
৫ ঘণ্টা আগে