Ajker Patrika

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলন অব্যাহত

ভোলা সংবাদদাতা
ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ভোলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ভোলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে এলাকাবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ভোলা শহরের সার্কিট হাউস রোডে অবস্থিত পেট্রোবাংলার ঠিকাদারি প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ভোলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ভোলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন গ্যাস কোম্পানি ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার প্রকৌশলী অলিউল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোলাবাসীর দাবির বিষয়টি আমরা পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আমরা যতটুকু জেনেছি, এর প্রেক্ষিতে আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে একটি জরুরি সভা হওয়ার কথা রয়েছে।’ সেই পর্যন্ত ভোলাবাসীকে শান্ত থাকারও অনুরোধ জানান তিনি।

প্রকৌশলী অলিউল্ল্যাহ আরও জানান, ভোলা পৌর শহরে এ পর্যন্ত ২ হাজার ৩৭৫ জনের ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া আবেদন জমা আছে আরও ২ হাজার ১৫টি। এর মধ্যে টাকা জমা নেওয়া হয়েছে ৭৭৭টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত