Ajker Patrika

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক ২ 

ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক ২ 

ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের দাবি, পুলিশকে মাদক কারবারির তথ্য দেওয়ার অভিযোগ তুলে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের পরিচয় জানায়নি পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন। বেলায়েত ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য রব ওই এলাকার মফেজ হাওলাদারের ছেলে। 

নিহতদের পরিবার বলছে, সোমবার বিকেলে সঙ্গে মাদক থাকার সন্দেহে স্থানীয় খাদেমের ছেলে রাজনকে রাজাপুর থানা-পুলিশ তাঁকে তল্লাশি করে ছেড়ে দেয়। এরপর পুলিশ চলে যাওয়ার পর ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় রাজন, সজল, খাদেমসহ ৮-১০ জন আব্দুর রব হাওলাদার ও তাঁর ভাতিজা বেলায়েতকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয় রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত