Ajker Patrika

পটুয়াখালীতে দু'পক্ষের সমঝোতায় বাস চলাচল শুরু

প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীতে দু'পক্ষের সমঝোতায় বাস চলাচল শুরু

পটুয়াখালী বাস মালিক শ্রমিক এবং তিন চাকার যানবাহনের মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে পটুয়াখালী আন্তজেলা বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও বাস মালিকদের সভায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

জানা যায়, আজ সকালে বাস মালিক সমিতির করা চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন অটোরিকশা ও অটো বাইক শ্রমিকেরা। পরে উক্ত দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা, টমটম, থ্রিহুইলার চলাচল বন্ধের দাবিতে ও বাস মিনিবাস সমিতিকে অবৈধ বলার কারণে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটে বাস মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলরত যাত্রীরা। 

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা বলেন, মূলত ব্যাটারিচালিত অটো ও টমটম মহাসড়কে চলাচল করতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটো, টমটম, থ্রিহুইলার মহাসড়কে চলাচল করতে পারবে না। বাস মালিক গ্রুপ থেকে জেলা অতিরিক্ত প্রশাসক মহোদয়ের কাছে এ দাবি তোলা হয়। কিন্তু যেভাবে মহাসড়কে গাড়িগুলো চলাচল করছে সে রকমভাবেই চলবে বলে জানানো হয়। এ রায় আসায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিকেরা।

জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হ‌ুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, বাস মালিক মিজানুর রহমান, বাস মালিক শামিম মৃধা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত