নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু ও এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া একটি যাত্রীবাহী লঞ্চের পেছনের অংশ ডুবে গেছে। তবে লঞ্চের কেউ হতাহত হননি। আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজ ভোর ৬টা ৫৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় একাধিক বজ্রপাত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আকস্মিক বাতাসে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারি (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান, রজিত বিহারি টিনের ঘরে স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা চাম্বল গাছ উপড়ে পড়ায় আঘাত পেয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী ও দুই সন্তান অক্ষত আছেন।
একই সময়ে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন মাসুদ রাঢ়ী (১৮) নামের এক যুবক। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘বাবা-ছেলে একই নৌকায় মাছ ধরছিলেন। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালাম উদ্ধার হলেও মাসুদ নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
অপরদিকে আজ সকালের ঝড়ে হিজলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছের ডালপালা ভেঙে পড়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম কাজীরহাট থানার লতা নদীর নামক লঞ্চঘাট এলাকায় আংশিক ডুবে গেছে। এর আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা কবলিত লঞ্চের সুকানি মো. নিজাম উদ্দিন বলেন, ‘লঞ্চটি কাজিরহাটের ভঙ্গা লঞ্চঘাট পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে ওঠে।’
এমভি ইনজাম লঞ্চে ১৬-১৭ জন যাত্রী ছিলেন বলে জানান সুকানি নিজাম। তিনি বলেন, ‘যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘এমভি ইনজাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে।’
বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু ও এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া একটি যাত্রীবাহী লঞ্চের পেছনের অংশ ডুবে গেছে। তবে লঞ্চের কেউ হতাহত হননি। আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজ ভোর ৬টা ৫৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় একাধিক বজ্রপাত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আকস্মিক বাতাসে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারি (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান, রজিত বিহারি টিনের ঘরে স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা চাম্বল গাছ উপড়ে পড়ায় আঘাত পেয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী ও দুই সন্তান অক্ষত আছেন।
একই সময়ে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন মাসুদ রাঢ়ী (১৮) নামের এক যুবক। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘বাবা-ছেলে একই নৌকায় মাছ ধরছিলেন। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালাম উদ্ধার হলেও মাসুদ নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
অপরদিকে আজ সকালের ঝড়ে হিজলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছের ডালপালা ভেঙে পড়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম কাজীরহাট থানার লতা নদীর নামক লঞ্চঘাট এলাকায় আংশিক ডুবে গেছে। এর আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা কবলিত লঞ্চের সুকানি মো. নিজাম উদ্দিন বলেন, ‘লঞ্চটি কাজিরহাটের ভঙ্গা লঞ্চঘাট পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে ওঠে।’
এমভি ইনজাম লঞ্চে ১৬-১৭ জন যাত্রী ছিলেন বলে জানান সুকানি নিজাম। তিনি বলেন, ‘যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘এমভি ইনজাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে