নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু ও এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া একটি যাত্রীবাহী লঞ্চের পেছনের অংশ ডুবে গেছে। তবে লঞ্চের কেউ হতাহত হননি। আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজ ভোর ৬টা ৫৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় একাধিক বজ্রপাত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আকস্মিক বাতাসে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারি (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান, রজিত বিহারি টিনের ঘরে স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা চাম্বল গাছ উপড়ে পড়ায় আঘাত পেয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী ও দুই সন্তান অক্ষত আছেন।
একই সময়ে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন মাসুদ রাঢ়ী (১৮) নামের এক যুবক। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘বাবা-ছেলে একই নৌকায় মাছ ধরছিলেন। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালাম উদ্ধার হলেও মাসুদ নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
অপরদিকে আজ সকালের ঝড়ে হিজলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছের ডালপালা ভেঙে পড়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম কাজীরহাট থানার লতা নদীর নামক লঞ্চঘাট এলাকায় আংশিক ডুবে গেছে। এর আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা কবলিত লঞ্চের সুকানি মো. নিজাম উদ্দিন বলেন, ‘লঞ্চটি কাজিরহাটের ভঙ্গা লঞ্চঘাট পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে ওঠে।’
এমভি ইনজাম লঞ্চে ১৬-১৭ জন যাত্রী ছিলেন বলে জানান সুকানি নিজাম। তিনি বলেন, ‘যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘এমভি ইনজাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে।’
বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু ও এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া একটি যাত্রীবাহী লঞ্চের পেছনের অংশ ডুবে গেছে। তবে লঞ্চের কেউ হতাহত হননি। আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজ ভোর ৬টা ৫৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় একাধিক বজ্রপাত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। বাতাস থেমে গেলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আকস্মিক বাতাসে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারি (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতব হোসেন সুরুজ জানান, রজিত বিহারি টিনের ঘরে স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা চাম্বল গাছ উপড়ে পড়ায় আঘাত পেয়ে তিনি মারা যান। তাঁর স্ত্রী ও দুই সন্তান অক্ষত আছেন।
একই সময়ে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন মাসুদ রাঢ়ী (১৮) নামের এক যুবক। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘বাবা-ছেলে একই নৌকায় মাছ ধরছিলেন। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালাম উদ্ধার হলেও মাসুদ নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
অপরদিকে আজ সকালের ঝড়ে হিজলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছের ডালপালা ভেঙে পড়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম কাজীরহাট থানার লতা নদীর নামক লঞ্চঘাট এলাকায় আংশিক ডুবে গেছে। এর আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা কবলিত লঞ্চের সুকানি মো. নিজাম উদ্দিন বলেন, ‘লঞ্চটি কাজিরহাটের ভঙ্গা লঞ্চঘাট পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে ওঠে।’
এমভি ইনজাম লঞ্চে ১৬-১৭ জন যাত্রী ছিলেন বলে জানান সুকানি নিজাম। তিনি বলেন, ‘যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘এমভি ইনজাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে।’
সাতক্ষীরার দেবহাটায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামদান পরিবহনের একটি বাস কালিগঞ্জের দিকে এবং বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।
১২ মিনিট আগেখাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগেলালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
২ ঘণ্টা আগে