Ajker Patrika

সাংবাদিকের মায়ের হত্যায় মামলা দায়ের 

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ২১: ০৩
সাংবাদিকের মায়ের হত্যায় মামলা দায়ের 

ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সেতারা হালিমের হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক আমির খসরু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান। 

মামলা সূত্রে জানা যায়, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সেতারা হালিমকে হত্যার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে পিরোজপুর সদর থানায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামির কোনো সংখ্যা না থাকলেও কয়েকজনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করা হয়। 

এ বিষয়ে ওসি আ জ মো. মাসুদুজ্জামান বলেন, গতকাল সোমবার সকালে সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

ওসি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১০টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবনের মেঝে থেকে সিতারা হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিতারা হালিম (৭৪) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ পৌরসভার সিআইপাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত