মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা-মিরুখালী-আমুয়া সড়ক দুইস্থান ভেঙে যাওয়ায় ১০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙে যায়।
এ ছাড়াও সড়কের ওপর দিয়ে জোয়ারের পানি উপচে পড়ে বেশ কয়েকটি স্থান দেবে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পানির প্রভাবে সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও জনদুর্ভোগ কমিয়ে আনতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ স্থানীয়দের।
উপজেলার মিরুখালী বাজার ও বাদুরা বাজারের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দুই কিলোমিটার রাস্তায় দুই স্থানে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পিরোজপুর ও বরগুনা জেলার ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামগুলো হলো মঠবাড়িয়ার উত্তর মিরুখালী, ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, হারজী নলবুনিয়া, দেবত্র, দাউদখালী, ঘটিচড়া ও গিলাবাদ এবং বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রাম।
সরেজমিনে দেখা যায়, পূর্ণিমার জোয়ারের সঙ্গে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় জোয়ারের পানি খাল উপচে প্রবল গতিতে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুই স্থানে রাস্তা ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় অটোচালক মো. আল আমিন বলেন, রাস্তা মেরামত না করা পর্যন্ত অটো চলাচল বন্ধ রয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে।
এ বিষয়ে পিরোজপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাজিউল আলম রাজু জানান, সড়ক ভেঙে যাওয়ার খবর তারা জানেন না। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া সড়কটি স্থায়ীভাবে ভাঙন রোধে কয়েকটি কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা-মিরুখালী-আমুয়া সড়ক দুইস্থান ভেঙে যাওয়ায় ১০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙে যায়।
এ ছাড়াও সড়কের ওপর দিয়ে জোয়ারের পানি উপচে পড়ে বেশ কয়েকটি স্থান দেবে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পানির প্রভাবে সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও জনদুর্ভোগ কমিয়ে আনতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ স্থানীয়দের।
উপজেলার মিরুখালী বাজার ও বাদুরা বাজারের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দুই কিলোমিটার রাস্তায় দুই স্থানে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পিরোজপুর ও বরগুনা জেলার ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামগুলো হলো মঠবাড়িয়ার উত্তর মিরুখালী, ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, হারজী নলবুনিয়া, দেবত্র, দাউদখালী, ঘটিচড়া ও গিলাবাদ এবং বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রাম।
সরেজমিনে দেখা যায়, পূর্ণিমার জোয়ারের সঙ্গে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় জোয়ারের পানি খাল উপচে প্রবল গতিতে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুই স্থানে রাস্তা ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় অটোচালক মো. আল আমিন বলেন, রাস্তা মেরামত না করা পর্যন্ত অটো চলাচল বন্ধ রয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে।
এ বিষয়ে পিরোজপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাজিউল আলম রাজু জানান, সড়ক ভেঙে যাওয়ার খবর তারা জানেন না। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া সড়কটি স্থায়ীভাবে ভাঙন রোধে কয়েকটি কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৭ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২২ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৪২ মিনিট আগে