নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ দখলমুক্ত করার দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ক্রীড়াপ্রেমীরা। ‘মোহামেডান ক্লাব রক্ষা কমিটি’র উদ্যোগে আজ বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সম্প্রতি সিটি করপোরেশন ৮০ বছরের ক্লাবটি রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়। এক মাস আগে ক্লাব রক্ষা কমিটি গঠনের পর এই প্রথম কর্মসূচি পালিত হলো। এ সময় তাঁরা খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণে হুঁশিয়ারি জানান। কর্মসূচিতে একদল কিশোর-কিশোরী প্রতিবাদের ভাষা হিসেবে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
নগরের দক্ষিণ সদর রোডে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধা পাকা স্থাপনা গত ১১ জানুয়ারি গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। ক্লাবের ভিটার ওপর স্থাপন করা হয়েছে অস্থায়ী পাবলিক টয়লেট। এ নিয়ে নগরের সচেতন নাগরিক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ক্লাব রক্ষা কমিটির ব্যানারে ক্ষুব্ধ জনতা আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাবের জমিতে মানববন্ধন করেন। এ সময় ‘খেলার মাঠ দখল করে স্থাপনা চলবে না,’ ‘খেলার মাঠ ফিরিয়ে দাও দিতে হবে’—এমন নানা স্লোগান দেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ৮০ বছরের পুরোনো ক্লাবটি বরিশালের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অংশ। তৎকালীন জমিদার ক্লাবের নামে ৩৩ শতাংশ জমি দান করেছেন। ক্লাবের নামে এসএ এবং বিএস পর্চা রয়েছে। কোনো নোটিশ ছাড়াই রাতের আঁধারে ক্লাবের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখল করেছে বরিশাল সিটি করপোরেশন।
বক্তারা আরও বলেন, একটি ক্রীড়াপ্রতিষ্ঠান সচল না থাকলে প্রণোদনা দিয়ে সেটি সচল করার দায়িত্ব প্রশাসন ও জনপ্রতিনিধিদের। জমি দখল করে সেখানে টয়লেট স্থাপনা একজন জনপ্রতিনিধির (মেয়র) কুরুচির পরিচয় প্রকাশ পায়। ক্লাবের জমি অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন রাজধানী পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন বক্তারা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব রক্ষা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব নজরুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু, বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট লীগের নৃপেন্দ্র নাথ বাড়ৈ, পরিবেশবিদ কাজী মিজানুর রহমান, ইমামুল হাসান শামীম, গণনাট্য সংস্থার শাহ আজিজুর রহমান খোকন, শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের বিজন সিকদার প্রমুখ।
এ ব্যাপারে শুরু থেকেই বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান কোনো বক্তব্য দিতে চাননি। বিষয়টি স্পষ্টও করেনি সিটি করপোরেশন।
ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ দখলমুক্ত করার দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ক্রীড়াপ্রেমীরা। ‘মোহামেডান ক্লাব রক্ষা কমিটি’র উদ্যোগে আজ বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সম্প্রতি সিটি করপোরেশন ৮০ বছরের ক্লাবটি রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়। এক মাস আগে ক্লাব রক্ষা কমিটি গঠনের পর এই প্রথম কর্মসূচি পালিত হলো। এ সময় তাঁরা খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণে হুঁশিয়ারি জানান। কর্মসূচিতে একদল কিশোর-কিশোরী প্রতিবাদের ভাষা হিসেবে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
নগরের দক্ষিণ সদর রোডে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধা পাকা স্থাপনা গত ১১ জানুয়ারি গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। ক্লাবের ভিটার ওপর স্থাপন করা হয়েছে অস্থায়ী পাবলিক টয়লেট। এ নিয়ে নগরের সচেতন নাগরিক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ক্লাব রক্ষা কমিটির ব্যানারে ক্ষুব্ধ জনতা আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাবের জমিতে মানববন্ধন করেন। এ সময় ‘খেলার মাঠ দখল করে স্থাপনা চলবে না,’ ‘খেলার মাঠ ফিরিয়ে দাও দিতে হবে’—এমন নানা স্লোগান দেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ৮০ বছরের পুরোনো ক্লাবটি বরিশালের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অংশ। তৎকালীন জমিদার ক্লাবের নামে ৩৩ শতাংশ জমি দান করেছেন। ক্লাবের নামে এসএ এবং বিএস পর্চা রয়েছে। কোনো নোটিশ ছাড়াই রাতের আঁধারে ক্লাবের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখল করেছে বরিশাল সিটি করপোরেশন।
বক্তারা আরও বলেন, একটি ক্রীড়াপ্রতিষ্ঠান সচল না থাকলে প্রণোদনা দিয়ে সেটি সচল করার দায়িত্ব প্রশাসন ও জনপ্রতিনিধিদের। জমি দখল করে সেখানে টয়লেট স্থাপনা একজন জনপ্রতিনিধির (মেয়র) কুরুচির পরিচয় প্রকাশ পায়। ক্লাবের জমি অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন রাজধানী পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন বক্তারা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব রক্ষা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব নজরুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু, বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট লীগের নৃপেন্দ্র নাথ বাড়ৈ, পরিবেশবিদ কাজী মিজানুর রহমান, ইমামুল হাসান শামীম, গণনাট্য সংস্থার শাহ আজিজুর রহমান খোকন, শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের বিজন সিকদার প্রমুখ।
এ ব্যাপারে শুরু থেকেই বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান কোনো বক্তব্য দিতে চাননি। বিষয়টি স্পষ্টও করেনি সিটি করপোরেশন।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
৩৪ মিনিট আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
১ ঘণ্টা আগে