Ajker Patrika

লালমোহনে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ শনাক্ত করল পরিবার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহনে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ শনাক্ত করল পরিবার

ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের বগিরচরের বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ শনাক্ত করেছে পরিবারের লোকজন। 
আজ বুধবার সকালে ওই ব্যক্তির স্ত্রী হোসনেয়ারা বেগম লালমোহন থানায় এসে মরদেহটি শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল।

উপপরিদর্শক বলেন, গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

হোসনেয়ারা বেগমের দাবি, উদ্ধার হওয়া মরদেহটি তাঁর স্বামীর। তাঁর নাম তোফাজ্জল হোসেন নান্নু তালুকদার (৫৯)। বরিশালের মেহেন্দিগঞ্জ থানার জালির চর গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে তিনি। 

হোসনেয়ারা বেগম আরও জানান, গত ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে বের হন তোফাজ্জল। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক জায়গায় খোঁজা হলেও কোথায়ও সন্ধান মেলেনি তাঁর। গত ১৮ অক্টোবর মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হোসনেয়ারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত