Ajker Patrika

পিরোজপুরের দুটি আসনে জামায়াতের প্রার্থী সাঈদীর ২ ছেলে

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৯
মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। ছবি: সংগৃহীত
মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিন আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার জেলার ভান্ডারিয়ায় ইসলামি ফাউন্ডেশন অডিটরিয়ামের এক সভায় এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এতে সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলেকে প্রার্থী করা হয়েছে।

দলের সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-১ আসনে (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) সাঈদীর সেজ ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) মেজ ছেলে সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদীকে এবং মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত (পিরোজপুর-৩) আসনে সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে প্রার্থী করা হয়েছে।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারা পৃথিবীতে একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। পিরোজপুরের দুটি আসনে তাঁর পরিবারের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে জামায়াতে ইসলামি তাঁর দুই ছেলেকে প্রার্থী ঘোষণা করেছে।

জানতে চাইলে মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে যে মহান দায়িত্ব অর্পণ করেছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করার চেষ্টা করব, ইনশা আল্লাহ।’

শামীম সাঈদী বলেন, ‘পিরোজপুর-১ আসনে আব্বা এমপি ছিলেন, তিনি যেভাবে কাজ করেছেন সেই ধারাবাহিকতায় পিরোজপুর-২ আসনে উন্নয়ন করার চেষ্টা করব। শুধু এলাকার উন্নয়ন নয়, মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করব। বিগত দিনে কাউখালী ও নেছারাবাদ উপজেলা বৈষম্যের শিকার হয়েছে। এই দুই উপজেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা চেষ্টা করব, এই দুই উপজেলাসহ তিন উপজেলাতেই উন্নয়ন করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত