Ajker Patrika

ভোটের আগে কুপিয়ে জখম, অ্যাম্বুলেন্সে চড়ে জয় উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২৩: ১২
ভোটের আগে কুপিয়ে জখম, অ্যাম্বুলেন্সে চড়ে জয় উদযাপন

‘মার্কা কি ভাই, পাঞ্জাবি। আমার ভাই তোমার ভাই সাহেব আলী ভাই, সাহেব আলী ভাই।’ এমন স্লোগান এবং হাততালি দিয়ে শত শত মানুষ এগিয়ে যাচ্ছে। আর তাঁদের মাঝে বিজয়ী প্রার্থী সাহেব আলী যাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে। ভোটারদের ধন্যবাদ জানিয়ে পুরো ৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে আবার ফিরে গেছেন হাসপাতালে। 

আজ রোববার অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সাহেব আলী বিজয়ী হয়েছেন। তার প্রতীক ছিল পাঞ্জাবি এবং তিনি ভোট পেয়েছেন ৫৯৩। সাহেব আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশিষ কুমার সাহা ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৩ ভোট। 

উল্লেখ্য ২৬ নভেম্বর রাতে সাহেব আলীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। 

গলাচিপা পৌরসভা নির্বাচনে এবারই প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত